Friday, June 14, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার করোনাভাইরাসে আক্রান্ত পেপ গার্দিওলা

তার অন্যতম সহকারী হুয়ানমা লিল্লোও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯:২৩ পিএম

ইংল্যান্ডে সাম্প্রতিক সময়ে বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ। মহামারির সংক্রমণ বাড়ার আঁচ লেগেছে ইংলিশ ক্লাব ফুটবলেও। ফলশ্রুতিতে কখনও খেলোয়াড়, কখনও কোচ আবার কখনও বা ম্যানেজমেন্টের অন্য কোনো সদস্যের কোভিড শনাক্ত হচ্ছে।

এ তালিকায় সর্বশেষ নামটি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্প্যানিশ কোচের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি জানায়, “মঙ্গলবার অন্যতম সহকারী হুয়ানমা লিল্লোর পাশাপাশি ম্যানচেস্টার সিটি কোচের করোনাভাইরাস ধরা পড়েছে। তারা দুজনই এখন আইসোলেশনে আছেন।”

ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের পর ইতোমধ্যেই বেশ কয়েকটি ইংলিশ ক্লাবের বিভিন্ন খেলা স্থগিত হয়েছে। ম্যানচেস্টার সিটি গুটিকয়েক দলের মধ্যে একটি, যাদের এখন পর্যন্ত কোনো ম্যাচ স্থগিত হয়নি।

দলের মূল কোচ করোনাভাইরাসে আক্রান্ত হলেও শুক্রবার (৭ জানুয়ায়রি) সুইন্ডন টাউনের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। গার্দিওলার বদলে ডাগআউটে থাকবেন তার আরেক সহকারী রোডোলফো বোরেল।

সোমবার (৩ জানুয়ারি) প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে খেলোয়াড় ও ক্লাবের বিভিন্ন কর্মীদের মধ্যে ৯৪ জন কোভিড আক্রান্ত হয়েছেন। এর আগের সপ্তাহে ১০৩ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছিল।

About

Popular Links