সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ভেন্যু ও তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল।
বিশ্বকাপ সুপার লিগের অংশ থাকা ওয়ানডে সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে এবং ৩ এবং ৫ মার্চ দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ওয়ানডে ম্যাচগুলো স্থানীয় সময় বেলা ১১টায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো ৩টা থেকে শুরু হবে।
ওয়ানডে সিরিজের জন্য বন্দর নগরীতে যাওয়ার আগে সিলেটে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প বসাবে আফগানরা।