Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

তিতে জানেন না নেইমারের ‘সীমা’

'নেইমার যেভাবে কৌশলে ও সৃষ্টিশীলতায় খেলেছে তা ছিল চিত্তহরণকারী। ম্যাচের শেষ দিকে সে ছিল আরও দাপুটে মেজাজের'

আপডেট : ১১ জুন ২০১৮, ০৩:১০ পিএম

দুই মাস পর নেইমার চোট কাটিয়ে ফিরেছেন। তবে পারফরম্যান্সে এর ছাপ পড়েনি একটুও। দুটি প্রস্তুতি ম্যাচেই খেলেছেন দুর্দান্ত। অস্ট্রিয়ার বিপক্ষে দেখিয়েছেন অসাধারণ নৈপুন্য। মাঠ দাপিয়ে বেড়িয়েছেন পুরো খেলা জুড়ে। সেই নেইমারের পারফরম্যান্সের সীমা নিয়েই যখন প্রশ্ন ওঠে তখন তার ব্যাখ্যাটা দিলেন ব্রাজিল কোচ তিতে, ‘আমি জানি না নেইমারের সীমা কোথায়।’

নেইমারের পারফরম্যান্সে মুগ্ধ কোচ আরও বললেন, ‘নেইমার যেভাবে কৌশলে ও সৃষ্টিশীলতায় খেলেছে তা ছিল চিত্তহরণকারী। ম্যাচের শেষ দিকে সে ছিল আরও দাপুটে মেজাজের।’

ম্যাচের ৮৪ মিনিটে নেইমারকে বদলি করে মাঠে নামানো হয় কস্তাকে। কারণ শুরু থেকে অস্ট্রিয়ার কড়া 

চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে নেইমারকে। এমন পরিস্থিতে শঙ্কা পেয়ে বসেছিল কোচকে, ‘শেষ দিকে আমার মনে হয়েছে এটা ওর জন্য খুব বেশি হয়ে যাচ্ছে। তাই ভেবে চিন্তেই তাকে উঠিয়ে নেই।’

কড়া চ্যালেঞ্জের পরেও সবাইকে চোট ছাড়া পাচ্ছেন তিতে। তাতেই স্বস্তি পাচ্ছেন তিনি, ‘আজকের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম। তবে এটা ভালো যে সবাই চোট ছাড়াই রয়েছে।’


   

About

Popular Links

x