আগেই শোনা গিয়েছিল ইউক্রেনে রাশিয়ার অভিযানের জবাবে দেশটির যেসব ধনকুবের ব্যবসায়ীদের প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ভাবা হয় তাদের ওপর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন সরকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচসহ বেশ কয়েকজন ধনী রুশ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (১০ মার্চ) যুক্তরাজ্য সরকার জানিয়েছে, আব্রামোভিচের সম্পদ জব্দ করা হয়েছে এবং যুক্তরাজ্যে তার ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তাকে যুক্তরাজ্যের নাগরিক ও ব্যবসা-প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে নিষেধ করা হয়েছে।
গত সপ্তাহে আব্রামোভিচ বলেছিলেন, নিষেধাজ্ঞার হুমকির কারণে তিনি চেলসিকে বিক্রি করার চেষ্টা করছেন।
আব্রামোভিচ ছাড়াও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছেন শিল্পপতি ওলেগ ডেরিপাস্কা এবং রোসনেফেটর প্রধান নির্বাহী ইগর সেচিন।