Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

লন্ডনে বেকহ্যাম-ভিক্টোরিয়ার বাড়িতে ডাকাতি

ঘটনার সময় বেকহ্যাম, তার স্ত্রী ও মেয়ে বাড়িতেই ছিলেন। ঘুমিয়ে থাকায় তারা বিষয়টি প্রথমে টের পাননি

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১১:৪৩ এএম

লন্ডনে সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের বাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনার সময় স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাড়িতেই ছিলেন বেকহ্যাম। ডাকাতরা তার বাড়ি থেকে বেশ কিছু ভাস্কর্য এবং বৈদ্যুতিক সামগ্রী নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

জানা গেছে, পশ্চিম লন্ডনের হল্যান্ড পার্কে বেকহ্যামের বিলাসবহুল বাড়ি রয়েছে বেকহ্যামের। ডাকাতরা যখন হানা দেয় তখন বেকহ্যাম, তার স্ত্রী ভিক্টোরিয়া এবং মেয়ে হার্পার ঘুমোচ্ছিলেন। তখন জানালার কাঁচ ভেঙে ঘরে ঢোকে মুখোশ পরা ডাকাতরা। তারা একটি কক্ষের বিছানা, আসবাবপত্র তছনছ করে।

এমন সময় বেকহ্যামের ছেলে ক্রুজ বাড়ি ফিরলে ডাকাত ঢোকার বিষয়টি টের পায়। তখনই বাবাকে ডাকে ক্রুজ।

ছেলের কাছে শুনে সঙ্গে সঙ্গে বেকহ্যাম পুলিশে ফোন করেন।

এদিকে, বাড়ির বাসিন্দাদের টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা।

পুলিশ এ ঘটনার তদন্ত করছে। জানা গেছে, ওই এলাকার আরও দু’টি বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল ওই দুর্বৃত্তদের। বেকহ্যাম এই ঘটনার পর স্ত্রী এবং সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

তবে পুলিশ বলছে, বেকহ্যামের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আধুনিক। এরপরেও কীভাবে ডাকাতরা ঢুকল, বোঝা যাচ্ছে না।

   

About

Popular Links

x