Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ক্যারিবিয়ানদের বিপক্ষে ১ম টেস্টে এখনও অনিশ্চিত সাকিব

শীর্ষ এই টেস্ট অলরাউন্ডারের উন্নতির গতি দেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়ক হিসাবে তাকে নাম রেখেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি

আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৩:১২ পিএম

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ নিয়ে এখনো কিছুটা সন্দেহ রয়েছে জানিয়েছেন, বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।  

বাম হাতের তর্জনী আঙুলে ইনজুরির কারণে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে অংশ নিতে পারেননি সাকিব।

শীর্ষ এই টেস্ট অলরাউন্ডারের উন্নতির গতি দেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়ক হিসাবে তাকে নাম রেখেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

এরকম সংবেদনশীল ইনজুরির পরে ওয়ানডে বা টি-টোয়েন্টির পরিবর্তে একেবারে লংগার ভার্সন টেস্টে সরাসরি ফিরে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তরে সাকিব বলেন, “৫ দিন খেলাটা কতটা চ্যালেঞ্জের হবে এটা আমরা সবাই জানি। এই কারনে এখনো একটু হলে কনফিউশন ওই অবস্থানে আমি এখনো পৌঁছিয়েছি কিনা। কারন আমি মাত্র চারটি সেশন ট্রেনিং করেছি। এর ভেতরে দুটি সেশন ছিল ঐচ্ছিক। দেখা যাক শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে।” 

About

Popular Links