Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সরাসরি বিশ্বকাপ সম্প্রচারে নাগরিক

দ্যা গ্র্বটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ ২০১৮র পর্দা উঠছে আগামীকাল ১৪ জুন। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৫৬ টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশের অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার নাগরিক টিভির পর্দায়

আপডেট : ১৪ জুন ২০১৮, ১২:২৪ এএম

প্রতিবারের মতো এবারের আসরেও মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ৮ টি ম্যাচ সম্প্রচার করা হবে ধারণ করে। এছাড়াও বিশ্বকাপের যাবতীয় আপডেট নিয়ে থাকছে নাগরিকের বিশেষ অনুষ্ঠান। 

বিশ্বকাপের বিশেষ আয়োজনে প্রতিটি ম্যাচের আগে মারিয়া নূরের সঞ্চালনায় ও বিশিষ্ট সেলিব্রেটিদের অংশগ্রহণে থাকছে সরাসরি অনুষ্ঠান ফুটবল: পা-গোল। 

অনুষ্ঠান নিয়ে মারিয়া নূর বলেছেনঅনুষ্ঠানটিতে দর্শকসেলেব্রিটিসহ বিভিন্ন অঙ্গনের মানুষরা উপস্থিত থাকবেন। এছাড়া ফুটবলের মজার মজার ঘটনাসহ বেশ কিছু চমক থাকছে। অনুষ্ঠানটিতে দর্শকদের জন্য কুইজে অংশগ্রহণের সুযোগ রয়েছে। কুইজ জিতলেই তারা পাবেন আকর্ষণীয় পুরস্কার। আশা করছি এবারের ফুটবল উৎসবে দর্শকদের মনে নতুন রং ছড়াবে এই অনুষ্ঠানটি।


এছাড়া পোস্ট ম্যাচে নাগরিক-এ থাকছে ফাটাফাটি বিশ্বকাপ শিরোনামে আরও একটি সরাসরি অনুষ্ঠান।

   

About

Popular Links

x