প্রতিবারের মতো এবারের আসরেও মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ৮ টি ম্যাচ সম্প্রচার করা হবে ধারণ করে। এছাড়াও বিশ্বকাপের যাবতীয় আপডেট নিয়ে থাকছে নাগরিকের বিশেষ অনুষ্ঠান।
বিশ্বকাপের বিশেষ আয়োজনে প্রতিটি ম্যাচের আগে মারিয়া নূরের সঞ্চালনায় ও বিশিষ্ট সেলিব্রেটিদের অংশগ্রহণে থাকছে সরাসরি অনুষ্ঠান ‘ফুটবল: পা-গোল’।
অনুষ্ঠান নিয়ে মারিয়া নূর বলেছেন, ‘অনুষ্ঠানটিতে দর্শক, সেলেব্রিটিসহ বিভিন্ন অঙ্গনের মানুষরা উপস্থিত থাকবেন। এছাড়া ফুটবলের মজার মজার ঘটনাসহ বেশ কিছু চমক থাকছে। অনুষ্ঠানটিতে দর্শকদের জন্য কুইজে অংশগ্রহণের সুযোগ রয়েছে। কুইজ জিতলেই তারা পাবেন আকর্ষণীয় পুরস্কার। আশা করছি এবারের ফুটবল উৎসবে দর্শকদের মনে নতুন রং ছড়াবে এই অনুষ্ঠানটি।’
এছাড়া পোস্ট ম্যাচে নাগরিক-এ থাকছে ‘ফাটাফাটি বিশ্বকাপ’ শিরোনামে আরও একটি সরাসরি অনুষ্ঠান।