চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ সবকটি উইকেট হারিয়ে ৩২৪ রান। আজ দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৩১৫ রানে খেলা শুরু করে টাইগাররা।
শুক্রবার খেলতে নেমে তাইজুল ইসলাম ও নাঈম হাসান শুরুতে বেশ সামলে রেখেছিলেন। আগের দিন তাদের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩০০ ছাড়িয়ে যায় স্বাগতিকরা।
কিন্তু পঞ্চম ওভারে জোমেল ওয়ারিকানের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম। একই ওভারে মোস্তাফিজুর রহমানকে মাঠছাড়া করেন ওয়ারিকান।
ম্যাচের প্রথম দিন মুমিনুল হকের সেঞ্চুরিতে বড় স্কোরের আভাস পায় বাংলাদেশ। তবে তার উইকেটের পতনের পর বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও ছন্দপতন দেখা দেয়। এরপর দিন শেষে টেল এন্ডাররা অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যান টাইগারদের স্কোর।
এদিকে বাংলাদেশ ইনিংস শেষের পর বাইশ গজে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভার শেষে তাদের সংগ্রহ ৮ রান। ব্যাটিং করছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও কিয়েরন পাওয়েল।