Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শেখ রাসেলের ফুটবলার সোহেল রানা

নিহত হয়েছেন তার স্ত্রী এবং একমাত্র সন্তান

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৪২ পিএম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ এর ফুটবলার মোঃ সোহেল রানা। নিহত হয়েছেন তার স্ত্রী এবং একমাত্র সন্তান। 

জানা গেছে, শনিবার (২৪ নভেম্বর) মানিকগঞ্জের নিজের বাসভবন থেকে মোটরসাইকেলযোগে ঢাকা আসার পথে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সম্মুখে একটি ট্রাক ধাক্কা দিলে মোঃ সোহেল রানা মোটরসাইকেল হতে ছিটকে পরে গুরুত্বর আহত হন এবং মোটরসাইকেল পিছে থাকা তার স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত ফুটবলার সোহেল রানা বর্তমানে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


এই ঘটনায় শোক প্রকাশ করে শেখ রাসেল ক্রীড়াচক্র লিঃ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি শোক বিবৃতি প্রকাশ করা হয়েছে। 

এছাড়াও, সোহেল রানার স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানের অকাল মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

About

Popular Links