Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

হেডস্কার্ফ নিয়মের প্রতিবাদে ভারতীয় দাবারুর নাম প্রত্যাহার

ইরানে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিজ নাম প্রত্যাহার করেছেন ভারতীয় দাবা খেলোয়াড় ও চ্যাম্পিয়ন সৌম্য সোয়ামিনাথন।

আপডেট : ১৪ জুন ২০১৮, ০৯:১৬ পিএম

ইরানে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিজ নাম প্রত্যাহার করেছেন ভারতীয় দাবা খেলোয়াড় ও চ্যাম্পিয়ন সৌম্য সোয়ামিনাথন। নাম প্রত্যাহারের কারণ হিসেবে সোয়ামিনাথন জানিয়েছেন, “ঐ প্রতিযোগিতায় অংশ নিতে হলে তাকে ইরানের নিয়ম অনুসারে হেডস্কার্ফ পড়তে হবে যা তার মানবধিকার লংঘন করছে।”


২৯ বছর বয়সী দাবারু চ্যাম্পিয়ন সোয়মিনাথন বর্তমানে ভারত র্যাংসকিংয়ে পঞ্চম স্থানে রয়েছেন। প্রস্তুতি নিচ্ছেলেন ‘দ্য এশিয়ান চেস চ্যাম্পিয়নশিপ ইন বাংলাদেশ’-এর জন্য। কিন্তু ভেন্যু পরিবর্তিত হয়ে প্রতিযোগিতাটি ইরানে চলে যাওয়ায় এ থেকে নাম প্রত্যাহার করেন তিনি।


এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোয়ামিনাথন জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতিতে নিজ অধিকার রক্ষার্থে নাম প্রত্যাহার ছাড়া আর কোনো পথ খোলা নেই আমার। খেলাধুলায় ক্ষেত্রে জোরপূর্বক ধর্মীয় পোশাক চাপিয়ে দেওয়ার অধিকার নেই কারো।” সোয়ামিনাথনের এ সিদ্ধান্তকে অনলাইনে সাধুবাদ জানিয়েছেন অ্যাক্টিভিস্টরা।


এরকম ঘটনা নতুন নয়, ২০১৭ সালে জিব্রাল্টারের এক ম্যাচে হেডস্কার্ফ পড়তে রাজি না হওয়ায় ইরানিয়ান দাবা খেলোয়াড় দরশা দিরাখশানি-কে দল থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইরান। বর্তমানে যুক্তরাষ্ট্র দলের হয়ে দাবা খেলছেন তিনি। দিরাখশানির এক বিবৃতিতে জানিয়েছিলেন, “আমাকে সমর্থন করা ও স্বাগত জানানো হয়েছে এমন ফেডারেশনের হয়ে খেলতেও ভালো লাগে এবং প্রশান্তি অনুভব করি।”                


   

About

Popular Links

x