রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জুভেন্টাস ম্যানেজার ম্যাসিমিলিয়ানো অ্যালগ্রারি। রিয়াল মাদ্রিদ জিনেদিন জিদানের বিকল্প হিসেবে অ্যালগ্রারি’র নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু, অ্যালগ্রারি জানিয়ে দিলেন তিনি ইতোমধ্যে ইতালীয় চ্যাম্পিয়নদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছেন।
গত মঙ্গলবার (১২ জুন) রিয়াল মাদ্রিদ তাদের টিমে যোগ করেন স্পেনের সাবেক ম্যনেজার লোপেতগিকে, কিন্তু টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে নিয়ে আসা মাদ্রিদের নাবিক জিনেদিন জিদান বিকল্প হতে পারত ম্যাসিমিলিয়ানো অ্যালগ্রারি।
অ্যালগ্রারি ইতালীয় সংবাদপত্র আউটলেট স্কাই স্পোর্ট ইটালিকে জানান,"আমি রিয়াল মাদ্রিদকে না বলেছি”।
‘আমি ফ্লোরেনটিনোকে ধন্যবাদ জানিয়েছি প্রস্তাবের জন, কিন্তু, জুভেন্টাসের কাছে সম্মানের সাথে জানিয়েছি যে, আমি এই প্রস্তাব গ্রহন করছি না’।
অ্যালগ্রারি টুরিন ক্লাবের দায়িত্বে থাকা অবস্থায় চারটি মৌসুমে শিরোপা জিতেছিল।
সুত্রঃ রয়টার্স