মাশরাফি বিন মর্তুজা
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের এ অধিনায়ক ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দিয়েগো ম্যারাডোনার একনিষ্ঠ ভক্ত। সে সময় তার বয়স ৪বছর। এরপর ১৯৯০ আর ১৯৯৪ বিশ্বকাপ প্রত্যক্ষ করেছেন টেলিভিশনের পর্দায়। ৩২ বছরে আর বিশ্বকাপ না পেলেও ‘আলবিসেলেস্তা’দের বন্ধন থেকে এতোটুকু দূরে যাননি কখনও। তার প্রত্যাশা, এবার দুর্দান্ত খেলে সমর্থকদের এতোদিনের দুঃখ ঘুঁচিয়ে দিয়ে আর্জেন্টিনা উঁচিয়ে ধরবে ১৮ ক্যারেটের এই ট্রফি।
তামিম ইকবাল
বাঁহাতি টাইগার ওপেনার ব্রাজিলের কট্টোর সমর্থক। তার পুরো পরিবার এমন কি চট্টগ্রামের বেশির ভাগ খান পরিবারই নাকি সেলেসাওদের ‘ডাই-হার্ড ফ্যান’। তামিম আশা করেন এবার ৬ষ্ট বারের মতো বিশ্বকাপ জিতে সমর্থকদের উল্লাসে মাতাবে ব্রাজিল।
মাহমুদুল্লাহ রিয়াদ
আর্জেন্টিনা ভক্ত টাইগার এ অলরাউন্ডার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেই শিরোপা পাবার প্রত্যাশা রেখেছিলো। যেহেতু তা সম্ভব হয়নি, তাই এবারও লিওনেল মেসির আর্জেন্টিনার উপর পূর্ণ ভরসা রাখছেন তিনি। ৩২ বছরের তালা ভেঙে সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসানোর প্রত্যাশা রাখেন সাদা-আকাশিদের কাছে। তবে সে যাত্রায় জার্মানিকে মাথায় রেখে হিসেব করতে হবে বলে মতামত দেন মাহমুদুল্লাহ।
নুরুল হাসান
উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল ম্যারাডোনার খেলা দেখেছেন ইউটিউবের সুবাদে। ম্যারাডোনার মতো মেসিরও চরমভক্ত তিনি। সেমিফাইনালে আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল, জার্মানি আর একটি আন্ডারডগ টিম থাকলে টুর্নামেন্ট জমবে বলে মিনে করেন নুরুল।
আরিফুল হক
বাংলাদেশ ক্রিকেটদলের ড্রেসিংরুমে নতুন মুখ আরিফুল হক অবশ্য ‘সিআর সেভেন’ এর খেলাতেই বেশী মুগ্ধ। তবে পর্তুগালকে নিয়ে উচ্চাশা নেই তার। আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানির সাথে পর্তুগালকে সেমিতে দেখতে পেলেই তিনি সন্তুষ্ট।
এনামুল হক
উইকেটকিপিং-ব্যাটসম্যান এনামুল পরিবারের থেকে বিশেষ হতেই স্পেনকে সমর্থন শুরু করেন। আর এর পেছনের কারণ বার্সেলোনা। ক্লাব ফুটবলে কাতালানদের খেলায় মুগ্ধ এনামুল ইনিয়েস্তা-জাভি-পিকেদের দেখেই দলবদল করেছেন।
সৌম্য সরকার
সৌম্য ‘সিআর সেভেন’ এর ফ্যান হলেও পর্তুগালকে শিরোপার দৌড়ে নিজেই দেখেন না। তবে এর বাইরে ব্রাজিলের রেকর্ড ও পারফরম্যান্স বিচারে সেলেসাওদের আংশিক সমর্থক তিনি।
আবু জায়েদ রাহি
পরিবার ও বন্ধু-বান্ধবের মাঝে মনোমালিন্য এড়াতে রাহি আর্জেন্টিনা ও ব্রাজিল দু’দলকেই সমর্থন করেন। ফুটবলে তেমন আগ্রহ না থাকলেও এই দুই দলের ‘রাইভাল’ উপভোগ করন তিনি। তবে এই দু’দলের ফাইনালে শিরোপা দেখতে চাইবেন আলবিসেলেস্তাদের হাতে।