Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

জিম্বাবুয়েতে সিরিজ হারের পর বাংলাদেশকে আইসিসির জরিমানা

রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময়ে বাংলাদেশ দল ২ ওভার কম বল করেছিল

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৭:৪৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বর্তমান সময়টা মোটেও সুখকর যাচ্ছে না। জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রথমে টি-টোয়েন্টি এবং পরবর্তীতে ওয়ানডে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। গোদের ওপর বিষফোঁড়া হিসেবে এখন টাইগারদের গুণতে হচ্ছে আইসিসির জরিমানাও।

রবিবার (৭ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে টাইগারদের ম্যাচ ফির ৪০% জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে বাংলাদেশ দল ২ ওভার কম বল করেছিল। আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী স্লো ওভাররেট শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০% জরিমানা করা। সেই হিসাবে সফরকারিদের ৪০% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।  

   

About

Popular Links

x