বার্সেলোনার হয়ে খেলবার সুযোগ স্বেচ্ছায় ফিরিয়ে দিলেন ২৭ বছর বয়সী ফরাসী স্ট্রাইকার গ্রিজম্যান।
স্পেন ভিত্তিক নেটওয়ার্ক মুভিস্টার প্লাসে প্রচারিত ‘দ্যা ডিসিশন’ নামক প্রামাণ্যচিত্রে এ সিদ্ধান্ত জানান তিনি। বলেছেন অ্যাটলিকো মাদ্রিদে থাকতে চান বলেই এমন প্রস্তাবে না করে দিয়েছেন ।
গত মাসে ইউরোপা লিগের ফাইনালে অলিম্পিক দে মারসিলি বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে জোড়া গোল করেছেন গ্রিজম্যান।
দর্শকের ভোটে ২০১৬ সালের ৩য় বাছাই হয়েও ২০১৭ মে মাসে বদলি মূল্য ২০০ মিলিয়ন ইউরো থেকে অর্ধেকে নেমে আসে।
বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তাম্যু এ সুযোগ হাতছাড়া করতে চাননি। গ্রিজম্যানের রিপ্রেজেন্টিভের সাথে কথাও চলেছে তার। লুইস সুয়ারেজের এক ইন্টারভিউয়েও দেখা গেছে একদম ‘ফিউচার টিমমেট’ ভেবেই যেনো কথা বলছিলেন গ্রিজম্যান প্রসঙ্গে। তবে শেষটায় সব কিছু ভেস্তে দিয়ে কম মূল্যেই থেকে যেতে চেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে।
দলের একজন খেলোয়াড়ের এমন কমিটমেন্টে মুগ্ধ হয়ে অ্যাটলেটিকোর চীফ এক্সিকিউটিভ মিগুয়েল এঙ্গেল গিল মারিন প্রশংসা করে বলেন, “ অ্যাটলেটিকোর ইতিহাসে তাকে স্মরণ করা হবে, বার্সায় গেলে সে শুধু আর দশজনের মতো একজন খেলোয়াড় হতো।”
উল্লেখ্য যে, অ্যান্তোনি গ্রিজম্যান ২০১৪ মৌসুম সোসিয়েদাদ থেকে মাদ্রিদের এ চুক্তিবদ্ধ হয়েছিলেন। এরপর টানা প্রতিটি মৌসুমেই অ্যাটলেটিকোর জার্সিগায়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন এই ‘ফ্রেঞ্চম্যান’।