Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইউএস ওপেনের শ্বাসরুদ্ধকর সেমিফাইনালের গ্যালারিতেই তিনি বুনছেন কাপড়

ম্যাচ চলাকালে ওই নারী বসেছিলেন গ্যালারির সবচেয়ে ব্যয়বহুল আসনে, যার মূল্য ১০ হাজার মার্কিন ডলার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

সদ্য শেষ হওয়া বছরের সর্বশেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনের সেমিফাইনালে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছেন স্পেনের কার্লোস অ্যালকারেজ এবং যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফো। দুজনের লড়াইয়ে প্রথম আর চতুর্থ সেটটি গড়িয়েছিল টাইব্রেকারে।

গ্যালারিতে উপস্থিত সবাই যখন উত্তেজনায় মত্ত, তখন ভাবলেশহীনভাবে সুতা দিয়ে কাপড় বোনায় ব্যস্ত ছিলেন দর্শকসারিতে থাকা এক নারী। উত্তেজনায় ঠাসা সেই মুহূর্তে নারীর এমন আপনমনে সুতা বুননের দৃশ্যটি ইন্টারনেটেও জন্ম দিয়েছে হাস্যরসের।

এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনাটি শুক্রবারের (১০ সেপ্টেম্বর)। ওইদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আর্থার অ্যাশ অ্যারেনায় চলছে ইউএস ওপেনের সেমিফাইনাল। ফ্রান্সিস টিয়াফো প্রথম সেটে জিতলেও পরের দুই সেটে জয়লাভ করেন কার্লোস অ্যালকার। চতুর্থ সেটটি গড়ায় টাইব্রকারে।

ম্যাচটি সেখানেই শেষ হয়ে যায় নাকি পঞ্চম সেটে গড়াবে, তা নিয়ে দর্শকদের উৎকণ্ঠার কমতি ছিল না। টাইব্রেকারের যখন ৩-৩ সমতা, তখন কয়েক মুহূর্তের জন্য গ্যালারির দর্শকসারির দিকে চোখ যায় ক্যামেরার। তখন দেখা যায়, এক নারী নিজের মতো করে সুতা বুননের কাজে ব্যস্ত।

সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ম্যাচ চলাকালে ওই নারী বসেছিলেন গ্যালারির সবচেয়ে ব্যয়বহুল আসনে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্যানুযায়ী, ওই আসনে বসতে হলে গুণতে হবে ১০ হাজার মার্কিন ডলার।

টাইব্রকারের মতো উত্তেজনায় ঠাসা মুহূর্তে ওই নারীর আপন মনে বুননের দৃশ্য অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়ে আলোচনার জন্ম দেয়। এক ব্যবহারকারী বলেন, চোখের সামনে দুর্দান্ত এক টেনিস ম্যাচ চললেও তার ধ্যানজ্ঞান শুধুই বুনন।

আরেক ব্যবহারকারী বলেন, বাহ! কেন নয়? শুধু বুননের জন্য ১০ হাজার ডলারের আসন দখল। অপর এক ব্যবহারকারী বলেন, সে ওই আসনে বসার জন্য হাজার হাজার টাকা খরচ করেছে। অর্থের কী নিদারুণ অপচয়!

এতসব কিছুর মাঝে পাঁচ সেটের এক শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে ফাইনালে পা রাখেন কার্লোস অ্যালকারেজ। রবিবার ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবারের মতো র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

   

About

Popular Links

x