Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

টি-টেন লিগে সাকিবের সঙ্গে বাংলা টাইগার্সে নুরুল ও মৃত্যুঞ্জয়

টি-টেন লিগের আসন্ন আসরে দল পেয়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদও

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

টি-টেন লিগের দল বাংলা টাইগার্স অনেক আগেই সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল। এবার বাংলাদেশি অলরাউন্ডারের পথ ধরে দলটিতে নাম লেখালেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান এবং বাঁহাতি সিমার মৃত্যুঞ্জয় চৌধুরী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ড্রাফটে দল পেয়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদও। বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে টিম আবু ধাবি। অন্যদিকে, ডেকান গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন ডানহাতি পেসার তাসকিন।

ড্রাফটে “সি” ক্যাটাগরি থেকে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। আর মৃত্যুঞ্জয় চৌধুরী ডাক পেয়েছেন ইমার্জিং ক্যাটাগরি থেকে।  

তবে ড্রাফটে নাম থাকার পরেও মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং আফিফ হোসেন ধ্রুব অবিক্রীত থাকায় টি-টেন লিগে কোনো দল পাননি।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর। এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।

৮টি দল নিয়ে আয়োজিত হবে এবারের টি-টেন লিগের আসর। দলগুলো হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস, নর্দান ওয়ারিয়র্স, টিম আবু ধাবি, মরিসভিলে এসএএমপি এবং নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।

   

About

Popular Links

x