একের পর এক চমক দেখাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ টি-টোয়েন্টির বিশ্ব আসর। ২০২২ বিশ্বকাপের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে পুঁচকে নামিবিয়ার কাছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলংকার হারের পরদিনই এবার আইসিসিস’র আরেক সহযোগী দেশ স্কল্যান্ডের কাছে হেরে বসলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার (১৭ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে স্কটল্যান্ডেরে কাছে ৪২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
স্ককল্যান্ডের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১১৮ রানে থেমেছে টি-টোয়েন্টির অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার উইকেটের আচরণ বিষয়ে ধারণা না থাকায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। তবে উইকেট বিষয়ে তেমন জ্ঞান না রেখেই দুর্দান্ত ব্যাট করেছেন স্কটিশরা।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় স্কটল্যান্ড। ওপেনিংয়ে নেমে পুরো ২০ ওভার অপরাজিত থেকে ৬৬ রানে মাঠ ছাড়েন জর্জ মুনসে।
ওপেনিং জুটিতেই দুর্দান্ত শুরু করে স্কটল্যান্ড। ৬ ওভারে ৫৫ রান তুলে নেয় ওপেনিং জুটি। এর মধ্যে মাইকেল জোনস করেন ৩ বাউন্ডারিতে ১৬ বলে ২০ রান। ৬ বাউন্ডারিতে ২০ বলে ২৯ রান করেন জর্জ মুনসে।
তবে জোনসের ব্যাট ছুয়ে আর রান আসেনি। সপ্তম ওভারের প্রথম দ্বিতীয় বলে তার মিডল স্টাম্প উড়িয়ে দেন ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার।
জর্জের পরে নামা ম্যাথিউ ক্রস অবশ্য বেশি রান করতে পারেননি। নবম ওভারে ওপেনার মুনসের সঙ্গ ছেড়ে মাত্র ৩ রানে ফিরেছেন সাজঘরে তিনি। ক্রসের উইকেটটিও শিকার করেছেন হোল্ডার।
এরপর রিচি বেরিংটনকে সঙ্গী করে এগিয়ে যেতে থাকেন মুনসে। ১১তম ওভারে দুর্দান্ত এক ছক্কা হাঁকানোর পর পরের ওভারে মুনসের সঙ্গ ছেড়ে দেন বেরিংটনও।
১২তম ওভারে পেসার আলজারি জোসেফের ৫ম ডেলিভারিতে মিডউইকেটে ক্যাচ তুলে দেন বেরিংটন। কাইল মেয়ার্স সেই ক্যাচ লুফে নিলে ১৪ বলে ১৬ রানে থামে স্কটল্যান্ড অধিনায়কের ইনিংস।
এর পর ব্যাট হাতে নেমে দারুণ শুরু করেন ক্যালুম লিওড। ১৪তম ওভারে দলীয় রান একশ পার করে দেন মুনসে-লিওড জুটি।
১৬তম ওভারের প্রথম বলে এবার মুনসেকে ক্রিজে রেখে চলে যান লিওডও। ওডেন স্মিথের বলে আউট হওয়ার আগে তার ব্যাট ছুঁয়ে আসে ৪ বাউন্ডারিতে ১৩ বলে ২৩ রান।
১৭তম ওভারের দ্বিতীয় বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার জর্জ মুনসে, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি। ৬ বাউন্ডারিতে ৪৪ বলে ৫০ রান স্পর্শ করেছেন মুনসে।
মুনসেকে তার অর্ধশতকের অভিনন্দন জানানোর পরের বলেই আউট হয়ে ফেরেন মাইকেল লিস্ক। মাত্র ৪ রান এসেছে তার ব্যাট থেকে।
১৭ ওভার শেষে স্কটল্যান্ডের রান গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ১২৮। শেষ তিন ওভারে ৩২ রান তুলতে পেরেছেন স্কটিশ ব্যাটাররা। অপরাজিত থেকেই গেছেন ওপেনিংয়ে নামা জর্জ মুনসে। ৫৩ বলে ৬৬ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন তিনি।
ওপর প্রান্তে লিস্কের পর ব্যাট হাতে নেমে দুই বাউন্ডারিতে ১১ বলে ১৬ রানের ইনিংস খেলেছেন ক্রিস গ্রেভিস।
১৪ রানে দুটি উইকেট নেন জেসন হোল্ডার। ২৮ রানে দুটি নেন আলজারি জোসেফও। ৩১ রানে একটি শিকার ওডিন স্মিথের।
১৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের কৌশলগত বোলিংয়ে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
শুরুতে কাইল মায়ার্স ১৩ বলে ২০, এভিন লুইস ১৩ বলে ১৪ ও ব্র্যান্ডন কিং ১৫ বলে ১৭ রান করলেও কেউ প্রভাব বিস্তার করতে পারেননি। অধিনায়ক পুরানও ফিরেছেন মাত্র ৫ রানে। শুধু জেসন হোল্ডারের ৩৩ বলে ৩৮ রান ব্যবধান কমাতে অবদান রেখেছে।
স্কটল্যান্ডের হয়ে ১২ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার মার্ক ওয়াট। ১৫ রানে দুটি নিয়েছেন মাইকেল লিস্ক। ব্র্যাড হুইলও ৩২ রানে দুটি নিয়েছেন। ২৩ রানে একটি শিকার সাফইয়ান শারিফের।
ম্যাচসেরা হয়েছেন স্কটল্যান্ডের জর্জ মুনসে।