Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

 কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে ফুটবল

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৯:৩৪ পিএম

কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। মাঠের লড়াই শুরুর আগে মরুর বুকে হলো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

এক দেশ, এক শহর, আটটি স্টেডিয়াম। এত স্বল্প পরিসরে বিশ্বের খেলাধুলার সবচেয়ে উত্তেজনাকর আসর হয়নি এর আগে৷ তারপরও আয়োজন দিয়ে বিশ্বকাপ ২০২২-কে স্মরণীয় করে রাখতে চাইছে তেলসমৃদ্ধ দেশ কাতার৷ নানা উদ্বেগ, সমালোচনা, বিতর্ক পাশে রেখে যার শুরুটা হতে যাচ্ছে প্রায় ৮৫ কোটি ডলারে নির্মিত আল বাইত স্টেডিয়াম থেকে৷

রবিবার (২০ নভেম্বর) রাতের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অর্ধলক্ষাধিক দর্শক। বাংলাদেশ সময় রাত আটটার দিকে শুরু হয় অনুষ্ঠান।  প্রথা মেনে বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে ঢুকেন গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস।

অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

এরপরই শুরু হয় সংগীতের তালে তালে কাতারের স্থানীয় সংস্কৃতিক সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

অনুষ্ঠানপর্ব শুরু হয় মর্গান ফ্রিম্যানের উপস্থাপনায়। এরপর মঞ্চে হাজির হয় কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব।

এরপর বিশ্বকাপের গান ড্রিমার্স নিয়ে মঞ্চে আসেন বিটিএস-এর গায়ক জুং কুক। সঙ্গে ছিলেন কাতারি গায়ক ফাহাদ আল কুবাসি। জিং কুকের গান শেষে সংক্ষিপ্ত ভাষণ দেন কাতারের আমির শেখ হামিম বিন হামাদ আল থানি। সবাইকে স্বাগত ও শুভ কামনা জানিয়ে ভাষণ শেষ করেন তিনি। এর মধ্যে দিয়েই শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের। পর্দা ওঠে বিশ্বকাপের। কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে ফুটবল।

   

About

Popular Links

x