Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের

করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কন্তে, এনকুকুর মত তারকা ফুটবলাররা দলে না থাকার পরও অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৯:৩৩ এএম

দলে নেই করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কন্তে, এনকুকুর মত তারকা ফুটবলাররা। তাই বর্তমান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ফ্রান্সের এবারের বিশ্বকাপ মিশন নিয়ে ভক্ত সমর্থকদের মনে কিছুটা হলেও শঙ্কা ছিল।

তবে সে শঙ্কা উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ গোলের বড় ব্যবধানে বড় জয়ে দুর্দান্ত শুরু করেছে লেস ব্লুজরা।

যদিও মঙ্গলবার দিবাগদ রাতের (২৩ নভেম্বর)ম্যাচের মাত্র ৯ মিনিটেই ক্রেগ গুডউইনের গোলে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। তখন অনেকের মনেই কিছুটা হলেও শঙ্কা জেগেছিল। 

তবে বিয়ট, জিরু আর এমবাপ্পেদের দুর্দান্ত পারফরমেন্স সে শঙ্কা স্থায়ী হতে দেয়নি। ৪-১ গোলে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছে ফ্রান্স। জোড়া গোল করেছেন অলিভিয়ার জিরু। একটি করে গোল করেছেন র‌্যাবিয়ট ও এমবাপ্পে।

২৭ মিনিটে ব়্যাবিয়টের গোলে সমতা ফেরায় ফ্রান্স। অস্ট্রেলিয়া কর্নার ডিফেন্ড করার পর থিও হার্নান্দেজ বলটি বক্সে ফেরত পাঠান। অজি কিপার রায়ানকে বুড়ো আঙুল দেখিয়ে ব়্যাবিয়ট হেড করে এগিয়ে দেন দলকে।

ব়্যাবিয়টের পর জিরুর দুরন্ত গোল। ব়্যাবিয়টের মাপা পাস ধরে জিরু অজি ডিফেন্স ভেদ করে জালে বল জড়ান। দেশের জার্সিতে গোলের হাফসেঞ্চুরি করে ফেলেন তিনি।

২-১ এগিয়ে বিরতিতে যায় ফ্রান্স।

বিরতির পর ৬৮ মিনিটে প্রতিপক্ষের জালে আঘাত হানেন এমবাপ্পে। ওসমান দেম্বেলের পাস থেকে দারুণ এক গোল করেন তিনি। এর তিন মিনিট পরে ৪-১ গোলে এগিয়ে যায় ফরাসির। এমবাপ্পের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন জিরু। দেশের জার্সিতে এটি জিরুর ৫১ নম্বর গোল। এর মাধ্যমে ফরাসি তারকা থিয়েরি অঁরির রেকর্ড ছুঁলেন তিনি।

   

About

Popular Links

x