রাশিয়া বিশ্বকাপের চতুর্থ দিনে আজ (১৭ জুন) সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার(১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় রস্তোভে সুইজারল্যান্ডের বিপক্ষে ‘হেক্সা’ মিশনে নামবে তিতের শিষ্যরা।
কিন্তু, পরিসংখ্যান বলছে সুইজারল্যান্ডের ঝুলিতেও রয়েছে অর্জন। এর আগে এই দুই দল ৮ বার মুখোমুখি হয়েছিল । এর মধ্যে ব্রাজিল জয়ের সংখ্যা ৩ এবং সুইজারল্যান্ড জয় ২ বার। দুই দলের মধ্যে সর্বশেষ দেখা হয়েছিল ২০১৩ সালে। তখন ১-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল।
তবে, এইবার ব্রাজিল দলে সেরা খেলোয়াড়ের ছড়াছড়ি। তাই, ব্রাজিলের বিশ্বকাপ একাদশ নিয়ে কিছুটা বিপাকে কোচ তিতে। আগেভাগেই তাই একাদশ অনুমান করা কঠিন।
জানা গেছে, গ্যাব্রিয়েল জেসুসের এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশের তালিকা দিয়েছেন।
টুটারের তথ্য অনুযায়ী একাদশে থাকছেন- এলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, কাসিমিরো, পাওলিনহো, ফিলিপে কুতিনহো, উইলিয়ান, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস।
তবে, টুইটারে প্রকাশিত একাদশের সঙ্গে মূল একাদশের কতটা মিল রয়েছে তা জানতে ব্রাজিল সমার্থকদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
সূত্রঃ গোলডটকম।