Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

ম্যারাডোনার পাশে নাম লেখালেন মেসি

আর্জেন্টিনা ফাইনালে উঠলে এবং মেসি দলের হয়ে সব ম্যাচ খেললে আরেকটি রেকর্ড ছাড়িয়ে যাবেন

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:০১ এএম

কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা।

শনিবার (২৭ নভেম্বর) রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে লিওনেল মেসি আর এঞ্জো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন পরাশক্তিরা।

তবে এদিন মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডে ভাগ বাসন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ৮৬ বিশ্বকাপ জয়ী দিয়েগো ম্যারাডোনার করা একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

এতোদিন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে ছিল  ম্যারাডোনার।  ১৯৮২ বিশ্বকাপ  থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত  দাপটের সঙ্গে ম্যাচগুলো খেলেছেন।

মেক্সিকোর বিপক্ষে মেসিও খেললেন ২১তম ম্যাচ। ৩০ নভেম্বর পোল্যান্ডের ম্যাচে মাঠে নামলে হয়ে যাবেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।

তবে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা জার্মানির লোথার ম্যাথিউসকে ছুঁতে হলে মেসিকে পাড়ি দিতে একটু কঠিন পথই।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লোথার ম্যাথিউসের।

বিশ্বকাপের পরের আসরে মেসি খেলবেন না, এটা মোটামুটি নিশ্চিত। তাই, এই আসরে আর্জেন্টিনা ফাইনালে উঠলে এবং মেসি দলের হয়ে সব ম্যাচ খেললেই কেবল ম্যাথিউসকে টপকে রেকর্ডটি নিজের করার সুযোগ থাকবে মেসির সামনে। তবে ফাইনালে যেতে না পারলেও সেমিফাইনালে উঠতে পারলেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থাকবে মেসির সামনে।

   

About

Popular Links

x