ইতিহাস এইবার জার্মানির বিপক্ষে। প্রথমার্ধের খেলা দেখে তা অনুমান করা গিয়েছিল। গতিময় মেক্সিকোর সামনে একপ্রকার অসহায় মনে হচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ান জার্মানিকে। শেষে ঘুরে দাঁড়াতে পারলো না জার্মানি। মেক্সিকোর কাছে ধরা দিতে হলো ১-০ গোলে ।
জার্মানির স্বপ্নভঙ্গ হয় হার্ভিং লোজানোর গোলে। ম্যাচের ৩৫ মিনিটে অসাধারণ গোলে মেক্সিকোকে এগিয়ে রাখেন হার্ভিং লোজান। টানটান উত্তেজনাকর ম্যাচে জার্মানি সুযোগ খুঁজেছেন সমতা ফিরিয়ে আনার। কিন্তু, শত চেষ্টা করেও শেষ ৫৫ মিনিট জার্মানি আর সুযোগ করে উঠতে পারেনি।
মেক্সিকোর সবগুলো আক্রমণই ছিল প্রায় প্রানবন্ত। বল দখলের জন্য জার্মান ফুলব্যাকরা মাঝ মাঠের অনেক ওপরে অভিযান চালিয়েছেন, কিন্তু সে সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে উঠেছে মেক্সিকো। বোয়েটেং আর হামেলস মেক্সিকোর গতির সঙ্গে ঠিক দাঁড়াতে পারছিলেন না জার্মানরা।
তবে, জার্মানি সুযোগ পেয়েছিল ম্যাচে সমতা পেরানোর । সেই সুযোগকে নাকচ করলেন গিয়ের্মো ওচোয়া। ৩৯ মিনিটে টনি ক্রুসের নেওয়া ফ্রিকিকটি জার্মানদের মুখে হাসি ফুঁটাতে পারত। কিন্তু, তা ধূলিসাৎ করে দিলেন গিয়ের্মো ওচোয়ার অসাধারণ প্রতিরোধ।
রাশিয়া বিশ্বকাপের যাত্রাটা শুভ হলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়ানদের।