Tuesday, June 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফ্রান্সের বিশ্বকাপ দলে বেনজেমা’র ফেরার গুঞ্জন

ঊরুর চোটে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্যালন ডি’অরজয়ী করিম বেনজেমা

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:২৯ পিএম

ইনজুরিতে জর্জরিত ফ্রান্স ফুটবল দল। দলের বড় তারকাদের অনেকেই নেই বর্তমান চ্যাম্পিয়নদের দলে।বেনজেমা, পগমা, এনকুক্কু বিহীন দলকে একাই টেনে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করেছে ফরাসিরা। এই আনন্দের মধ্যেই এবার কিছুটা স্বস্তির খবর হয়ে এসেছে করিম বেনজেমার সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফেরার গুঞ্জন।

ঊরুর চোটে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ব্যালন ডি'অরজয়ী করিম বেনজেমা।

ইউরোপের সংবাদমাধ্যমে গুঞ্জন, চোট কাটিয়ে বেনজেমই ফিরতে পারেন ফ্রান্সের বিশ্বকাপ দলে।

স্প্যানিশ রেডিও ওন্দা মাদ্রিদ জানিয়েছে, প্রত্যাশার চেয়েও দ্রুত চোট থেকে সেরে উঠছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।রেডিওটি বলছে, রিয়াল মাদ্রিদের হয়ে ১ ডিসেম্বর থেকেই অনুশীলনে ফিরতে পারেন করিম বেনজেমা।

তবে ফরাসি সংবাদমাধ্যম “আরএমসি স্পোর্টস” বলছে ভিন্ন কথা। তাদের দাবি বিশ্বকাপ শেষ হওয়ার আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বেনজেমার। 

এক প্রতিবদনে আরএমসি স্পোর্টস জানিয়েছে, বেনজেমা এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন। বিশ্বকাপ শেষ হতে বাকি মাত্র তিন সপ্তাহ, এরই মধ্যে সেরে ওঠা বেনজেমার পক্ষে সম্ভব নয়।

About

Popular Links