Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

এবার বাংলাদেশি ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসে শামিল ফিফা!

এর আগে, আর্জেন্টিনা–মেক্সিকো ম্যাচ চলাকালে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোল উদযাপনের একটি ভিডিও টুইট করে ফিফা 

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। নিজেদের অংশগ্রহণ না থাকলেও কাতারে চলমান বিশ্বকাপের ঢেউয়ে উত্তাল বাংলাদেশ।

বিশ্বকাপের অন্যান্য আসরের মতো এবারও বাংলাদেশ আর্জেন্টিনা আর ব্রাজিল ভক্তদের আধিপত্য। 

বিশ্বকাপের খেলা দেখতে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বড় পর্দার। তবে সবচেয়ে ভিড় লক্ষ্য করা যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার দিনে।

সোমবার (২৮ নভেম্বর) গভীর রাতে ব্রাজিল–সুইজারল্যান্ড ম্যাচটি দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখেন হাজার হাজার মানুষ।

ম্যাচের ৮৩ মিনিটে ক্যাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় ব্রাজিল।

ক্যাসেমিরো গোল করতেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা। 

এই ম্যাচ চলাকালে সমর্থকদের উচ্ছ্বাসের ছবি টুইট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ।

কয়েকটি ছবি পোস্ট করে ফিফা লিখেছে, “ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এত একত্র করতে পারে না।”

এর আগে, আর্জেন্টিনা–মেক্সিকো ম্যাচ চলাকালে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোল উদযাপনের একটি ভিডিও টুইট করে ফিফা । 

ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করার পর লেখা হয়, “এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা–সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছে।”


   

About

Popular Links

x