Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

ক্যান্সার আক্রান্ত পেলে হাসপাতালে ভর্তি

সম্প্রতি পেলে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং কেমোথেরাপির ফলাফলও আশানুরূপ আসছিল না

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১১:০৪ পিএম

ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানান তার মেয়ে কেলি নাসচিমেন্তো। তিনি বলেন, “বিষয়টি গুরুতর কিছু নয়।”

ইএসপিএন ব্রাজিল জানায়, পেলে বর্তমানে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন। তার শরীর “সামান্য ফুলে গেছে”। তার শারীরিক অবস্থা জানতে চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন।

কেলি বলেন, “বাবার শারীরিক অবস্থা নিয়ে আজ গণমাধ্যমগুলোর আগ্রহ চোখে পড়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

২০২১ সালে পেলের কোলন থেকে টিউমার অপসারণ করা হয়। তখন থেকে প্রায়ই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা-যাওয়া করতে হয়।

ইএসপিএন ব্রাজিল জানায়, সম্প্রতি পেলে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং কেমোথেরাপির ফলাফলও আশানুরূপ আসছিল না বলে তার ব্যক্তিগত মেডিকেল টিম উদ্বেগ প্রকাশ করে।

About

Popular Links