পাস্তা, পাখির বাসা বা শিল্পের কাজ ঠিক কি রকম বিভাজনে বিভক্ত নেইমারের চুল, তা নিয়ে অনেকের মাঝে সমালোচনা জন্ম নিতে পারে। তবে, রাশিয়া বিশ্বকাপে নেইমারের নতুন হেয়ার কাট অনেক ভক্তের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে।
রোববার (১৭ জুন) গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। ম্যাচের ঠিক আগ মুহূর্তে নিজের টুইটার অ্যাকাউন্টে নতুন হেয়ার কাটের ছবি প্রকাশ করেছে ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই নিয়ে টুইটার ভিত্তিক বেশকিছু আলোচনা-সমালোচনাও রয়েছে।
নতুন হেয়ার কাট লেয়ার স্টাইলে কাটা মাথার উপরের অংশের চুলে রয়েছে সোনালি আভা। নিচের অংশের কালো চুল তাতে দ্যুতি ছড়াচ্ছে।
নেইমার স্টাইলিশ এবং নিজেকে সাজানো পছন্দ করেন। যা এর আগের বিশ্বকাপে প্রমান মিলেছে।
সূত্রঃ গোল ডটকম