Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

মেসির সঙ্গে আর জার্সি বদলানো হলো না পেদ্রির!

স্পেন ও আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফাইনালে উঠবে বলে আশাবাদী ছিলেন স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ এএম

নানা চমক, ঘটনা এবং অঘটনের জন্ম দিয়েছে চলমান কাতার বিশ্বকাপ। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত কম শক্তির দলগুলো কাছে বড় দলগুলোর পরাজয় ছিল যেন স্বাভাবিক। তবে, সবচেয়ে বড় অঘটন ছিল গ্রুপ পর্ব থেকে বেলজিয়াম ও জার্মানির বিদায়। 

গ্রুপ পর্ব থেকেই অঘটনের শেষ হয়নি। অপেক্ষাকৃত কম শক্তির দলের চমক দেখা গেছে নকআউট পর্বেও। শেষ ষোলোর ম্যাচে মরোক্কোর কাছে হেরে বিদায় নিতে হয়েছে ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেনকে। আর এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো মরোক্কো।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হওয়ার রাতে নায়ক বনে গেছেন মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনো। 

বোনোর হিরো হওয়ার রাতে হৃদয় ভেঙেছে স্প্যানিশদের। তবে, একটু বেশিই কষ্ট পেয়েছেন স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস। কারণ, তার একটি ইচ্ছা হয়তো আজীবনের জন্য অপূর্ণই রয়ে গেলো।

কাতার বিশ্বকাপে স্পেনের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন পেদ্রি। সঙ্গে আশাবাদী ছিলেন ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। তাই, ফাইনালে লিওনেল মেসির সঙ্গে জার্সি বদল করতে চেয়েছিলেন পেদ্রি। কিন্তু কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেওয়ায় আপাতত পেদ্রিকে ধরতে হচ্ছে দেশের বিমান। অন্যদিকে, লিওনেল মেসির হয়তো এটাই শেষ বিশ্বকাপ। যদি তাই হয়, তবে বিশ্বকাপের ফাইনালে মেসির সঙ্গে পেদ্রির জার্সি বদলানো আর কখনোই সম্ভব হবে না।

মরোক্কার সঙ্গে ম্যাচের আগে কাতারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেদ্রি বলেন, “শেষবেলার জন্য যে দৃশ্যটি আমি কল্পনা করছি, সেটি হচ্ছে লিওর সঙ্গে জার্সি বদলানো। অনুমান করছি আমরা ফাইনালে একে অপরের মোকাবিলা করবো।”

অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচটিতে মেসির খেলায় মুগ্ধতার কথা জানিয়ে পেদ্রি বলেন, “আর্জেন্টিনায় খুব ভালো মানের খেলোয়াড় আছে। ওদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়টিও আছে। আমার জীবনে দেখা সেরা খেলোয়াড় লিও। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার গোলটিই ব্যবধান গড়ে দিয়েছে।”বার্সেলোনায় সতীর্থ হিসেবে মেসির সঙ্গে খেলেছেন পেদ্রি। তবে এখনও মেসির বিপক্ষে খেলা হয়নি তার। 

২০ বছর বয়সী পেদ্রি ২০২০-২১ মৌসুমে মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন। ২০২১ সালে মেসি বার্সা ছেড়ে যাওয়ার সময় পেদ্রি বলেছিলেন, “মাঠে এবং মাঠের বাইরে তার সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। অসাধারণ মানুষ। আশা করি তিনি একদিন ফিরে আসবেন। যখনই সুযোগ পাই ওনার খেলা দেখি। তার খেলা দেখেই অনেক কিছু শিখি।”

About

Popular Links