Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

মেসির ধমক এখন আর্জেন্টিনার মগ, টি-শার্ট, ক্যাপে

মাঠ এবং মাঠের বাইরে বরাবরই শান্তশিষ্ট মেসি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হয়ে উঠেছিলেন অগ্নিশর্মা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ পিএম

ফুটবল মাঠে লিওনেল মেসি এমনিতে বেশ শান্তশিষ্ট। মাঠের বাইরেও আর্জেন্টাইন সুপারস্টার লাজুক বলেই শোনা যায়। তবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই নমনীয় মেসি দেখা দিলেন রুদ্রমূর্তিতে। শেষ আটের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেকর্ড ১৮টি হলুদ কার্ড দেখানো রেফারি অ্যান্টোনিও মাতেউ লাহোজকে মাঠেই কিছু কথা শুনিয়ে দেন মেসি।

শুধু রেফারিই না, নেদারল্যান্ডস কোচ লুইস ভ্যান গালের সঙ্গেও মেসির কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মাঠের লড়াই শেষ হওয়ার পরেও আর্জেন্টাইন অধিনায়কের অগ্নিমূর্তি থামেনি। ম্যাচের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সংবাদকর্মী গাস্তন এদুলের সঙ্গে সাক্ষাৎকার শুরুর আগে ভঠ ভেহর্স্টকে ধমকের সুরে মেসি বলে ওঠেন, “এদিকে তাকিয়ে আছ কেন নির্বোধ? ওদিকে যাও।”

শুধু ধমক দিয়েই ক্ষান্ত হননি, লিওনেল মেসি তখন কিছুটা রাগান্বিত হয়ে পড়েছিলেন। জাতীয় দলের সাবেক সতীর্থ সার্জিও অ্যাগুয়েরোর হস্তক্ষেপে উত্তেজিত মেসি শান্ত হন। পরে মেসির কাছ থেকে জানা যায়, মাঠে তাকে অনেক আজেবাজে কথা বলেছিলেন ডাচ ফরোয়ার্ড। এ কারণেই মেসি রাগে অগ্নিশর্মা হয়ে ভঠ ভেহর্স্টের উদ্দেশে চিৎকার করে উঠেছিলেন।

তবে মেসি যে কারণেই প্রতিপক্ষ ফরোয়ার্ডকে ধমক দিয়ে থাকুন না কেন, সেটি আর্জেন্টিনার ব্যবসায়ীদের পোয়াবারো অবস্থা বয়ে নিয়ে এসেছে। শান্তশিষ্ট মেসির ওই রুদ্রমূর্তির কারণে তাকে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করেছে আর্জেন্টাইনরা। আর আর্জেন্টিনার ব্যবসায়ীরাও এই সুযোগ লুফে নিতে ভুল করেননি।

কাতার বিশ্বকাপের শেষ আটে ডাচদের বিরুদ্ধে টাইব্রেকারে আর্জেন্টিনার ৪-৩ গোলের জয়ের পর দেশটির বাজারে মগ, টি–শার্ট এবং কিছু নিত্য ব্যবহার্য জিনিসে রাগান্বিত মেসির ওই কথা শোভা পাচ্ছে। সেই মগ, টি–শার্ট ও ক্যাপে মেসির কথাগুলো ছাপিয়ে বেশ ভালো মূল্যেই বিক্রি চলছে। মগগুলো ১ হাজার ৬০০ পেসোয় (৯ ডলার), টি–শার্ট ২,৯০০ পেসোয় এবং ক্যাপ ৩,৯০০ পেসোয় বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে আর্জেন্টিনায় কাপড়ের ডিজাইনার টনি মরফেস (৩১) বলেন, আমরা যত দ্রুত সম্ভব টি–শার্ট বানিয়েছি। কারণ, কথাটা ভাইরাল হয়ে গিয়েছিল। মেসি এমনিতে শান্ত, তবে লোকে তাকে ডিয়েগো ম্যারাডোনার মেজাজেও দেখতে চায়।

About

Popular Links