Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

নজরদারি এড়াতে দক্ষিণ কোরিয়ার অভিনব কৌশল

আপডেট : ১৮ জুন ২০১৮, ০৫:৫৪ পিএম

সুইডিশ গুপ্তচরদের বিভ্রান্ত করতে অভিনব কৌশল অবলম্বন করেছে দক্ষিণ কোরিয়ান ফুটবল দল। নিজেদের মধ্যে জার্সি অদল-বদল করে বিশ্বকাপ ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছেন দলটির খেলোয়াড়রা। 

সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ফুটবল দলের কোচ শিন তাই-ইয়ং-এর সিদ্ধান্তেই এ কাজটি করা হয়েছে।   

এ প্রসঙ্গে নিজনি নভোগোরোদের এক সংবাদ সম্মেলনে কোচ শিন তাই ইয়ং জানান, “আমি শুনেছি, পাশ্চাত্যরা এশিয়ানদের চেহারা একবার দেখে চিনতে পারেন না, সেজন্য, বিপক্ষ দলকে বিভ্রান্ত করার লক্ষ্যে এ কৌশলটি অবলম্বন করেছি।” নিজেদের উদ্বোধনী ম্যাচে সোমবার (১৮ জুন) সন্ধ্যায় সুইডেনের বিপক্ষে মাঠে নামছে এশিয়ান জায়ান্টরা।

উল্লেখ্য, এ মাসের শুরুতে অস্ট্রিয়াতে প্রি-ওয়ার্ল্ড কাপ ট্রেনিং নিয়েছে দক্ষিণ কোরিয়ান ফুটবল দল। সেখানে, সুইডেন দলের এক কোচিং স্টাফ দক্ষিণ কোরিয়ার অনুশীলন নজরদারির সময় হাতেনাতে ধরা পড়েন। পরবর্তীতে ওই কোচিং স্টাফকে সেখান থেকে বের করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে রবিবার সুইডিশ ফুটবল কোচ জেন অ্যান্ডারসন বলেন, “প্রতিপক্ষ দলের প্রতি সম্মান দেখানো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যা করেছি, তা যদি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা হয়ে থাকে, তাহলে সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

অন্যদিকে, প্রি-ট্রেনিং ক্যাম্পে ঘটে যাওয়া ওই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ান দলের কোচ শিন জানিয়েছেন, “আপনি সবসময় প্রতিপক্ষের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইবেন এটাই স্বাভাবিক। আমি ঘটনাটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছি না। প্রতিপক্ষ সম্পর্কে ধারণা রাখা আমাদের দায়িত্ব।” 

এ ছাড়াও নিজ দলের ম্যাচ পরিকল্পনা প্রসঙ্গে কোচ শিন বলেন, “আমি নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে জানাতে চাচ্ছি না। আমি চাই খেলার আগ মুহূর্ত পর্যন্ত সুইডেন আমাদের নিয়ে চিন্তা করুক।”     

সোমবারের এই ম্যাচটি সুইডেন এবং দক্ষিণ কোরিয়া দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচের পর জার্মানি এবং মেক্সিকোর মুখোমুখি হতে হবে দল দুটিকে।

   

About

Popular Links

x