Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন গ্যারেথ বেল

বেলের হাত ধরে ১৯৫৮ সালের পর ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ওয়েলস

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১:২২ পিএম

পেশাদার ফুটবলকে বিদায় চিরতরে জানালেন গ্যারেথ বেল। ওয়েলসের ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সোমবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই উইঙ্গার।


টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে বেল লেখেন, “অনেক ভেবেচিন্তে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার ভালোবাসার খেলা ফুটবল খেলতে পারায় নিজেকে আমার অসীম ভাগ্যবান মনে হয়। এটা সত্যি সত্যিই জীবনের সেরা কিছু মুহূর্ত উপহার দিয়েছে আমাকে। সামনে যাই থাক না কেন, সেই ১৭টি মৌসুমকে ফিরিয়ে আনা অসম্ভব।”

২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে গ্যারেথের বাইসাইকেল কিকের গোলটি ছিল অপ্রতিরোধ্য টুইটার

বেলের হাত ধরে ১৯৫৮ সালের পর ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ওয়েলস। ওয়েলস ফুটবলকে বিশ্বমঞ্চে তুলে আনার অন্যতম নায়ক তিনিই। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপে দলকে টেনে নিতে পারেননি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় তার দল।

   

About

Popular Links

x