অতিরিক্ত সময়ে হ্যারি কেনের করা গোলে তিউনিসিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ২-১ গোলের ব্যবধানে। দুটি গোলই করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।
খেলার প্রথমার্ধেই ইংল্যান্ড ফুটবলার কাইলে ওয়াকার ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর সেখান থেকে গোল করে তিউনিসিয়াকে ১-১ ব্যবধানের সমতায় ফেরান ফেরজানি সাসি।
ম্যাচের শুরু থেকেই খেলায় আধিপত্য ছিল ইংল্যান্ডের। বিশেষ করে বিরতির পর তারা একের পর এক আক্রমণ চালায়। কিন্তু, তিউনিসিয়ার রক্ষণ কোনোভাবেই ভাঙতে পারছিলো না তারা। অবশেষে নির্ধারিত সময় শেষে রেফারি ৪ মিনিটে বাড়তি সময় যোগ করলে প্রথম মিনিটেই কেনের হেড থেকে দুর্দান্ত জয়টি তুলে নেয় ইংল্যান্ড।