Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

সৌদি ফুটবলারদের বিমানে আগুন

সেইন্ট পিটার্সবার্গ থেকে রোস্তভে যাওয়ার পথে সৌদি খেলোয়াড়দের বহনকারী বিমান (এয়ারবাস) এ-৩১৯ এর ডানপার্শ্বের প্রোপেলারে পাখি আটকে যাওয়ায় ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে কোনো বিপদ ছাড়াই অবতরণ করেছেন সৌদি ফুটবলাররা।

আপডেট : ১৯ জুন ২০১৮, ০৪:০৮ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলে পরাজয়ের পর ২য় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে রোস্তভে যাচ্ছিলেন ‘গ্রিন ফ্যাল্কন্স’রা।

আগের ম্যাচে এমন বাজে পারফরম্যান্সের জন্য এমনিতেই জবাবদিহী করবার কথা জানিয়েছেন সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি। সে চিন্তা যেতে না যেতেই আরেক বিপাকে পড়েছে দলটি।

রোস্তভে বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় উরুগুয়ের মুখোমুখি হবে সৌদি। বিপদমুক্ত হয়ে তাঁরা নিজেদের গন্তব্যে পৌঁছেছেন। সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে, জাহাজের ডানায় আগুন লাগাটা নিছক দুর্ঘটনা।

‘এ’ গ্রুপে আরেক ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১২টায় মিশরের মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া।


About

Popular Links