Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

অ্যাটলেটিকোর সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন গ্রিজম্যান

ফ্রান্সের স্ট্রাইকার গ্রিজম্যান গত বৃহস্পতিবার ‘দ্য ডিসিশন’ নামে স্পেনের এক টেলিভিশন প্রামাণ্যচিত্রে জানান, তিনি বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং অ্যাটলেটিকোতেই থাকবেন।

আপডেট : ১৯ জুন ২০১৮, ০৫:১৪ পিএম

অ্যাটলেটিকো মাদ্রিদ সোমবার তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করল ফ্রান্সের বিশ্বকাপ প্রশিক্ষণ কেন্দ্রে। স্ট্রাইকার আন্তোনি গ্রিজম্যান, ডিফেন্ডার লুকাস হারনানদেয এবং মিডফিল্ডার থমাস লেমারের সাথে অফিসিয়ালভাবে এই চুক্তি স্বাক্ষর করে অ্যাটলেটিকো মাদ্রিদ।

লা লিগার পক্ষ থেকে জানানো হয়, তিনটি চুক্তি স্বাক্ষরের সময়েই উপস্থিত ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিগুএল অ্যাঞ্জেল জিল ম্যারিন, যিনি রাশিয়ার ইসট্রিয়া শহরের ফ্রান্সে দলের প্রশিক্ষণ কেন্দ্রে আসেন এই স্বাক্ষর উপলক্ষ্যে। 

ফ্রান্সের স্ট্রাইকার গ্রিজম্যান গত বৃহস্পতিবার ‘দ্য ডিসিশন’ নামে স্পেনের এক টেলিভিশন প্রামাণ্যচিত্রে জানান, তিনি বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং অ্যাটলেটিকোতেই থাকবেন।

এদিকে হারনান্দেজ অ্যাটলেটিকোর সাথে ২০২৪ সাল পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বাড়ান। থমাস লেমার সাথে করা চুক্তির অর্থের পরিমাণ ৭০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ৬৮২ কোটিরও বেশি), যা অ্যাটলেটিকোর ইতিহাসে লেমারকে সবচেয়ে দামি খেলোয়াড়ের স্বীকৃতি দিয়েছে।

   

About

Popular Links

x