Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

টেবিল টেনিসেও পরাজয় মেনে নিতে পারেন না রোনালদো!

"এরপর সে তার কাজিনকে পাঠায় টেবিল টেনিস কিনতে। বাসায় দুই সপ্তাহ ধরে প্রশিক্ষণ নেয়। আর তারপর একদিন ফিরে এসে আমাদের সবার সামনে হারিয়ে দেয় রিওকে।”

আপডেট : ১৯ জুন ২০১৮, ০৫:৩২ পিএম

শুধু ফুটবল নয়, টেবিল টেনিস খেলার সময়েও জিততে না পারলে তা মেনে নিতে পারেন না রোনালদো। বসে থাকেন মন খারাপ করে। এমনকি পরে সেই পরাজয়ের শোধও তুলে নেন পুরোপুরি। রোনালদোর সাবেক দলের খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিস এভরা জানালেন এই মজার তথ্য। 

আইটিভিকে এভরা বলেন, “রিও ফার্দিনান্দের সাথে আমরা টেবিল টেনিস খেলছিলাম, রিও ওঁকে (রোনালদোকে) হারিয়ে দেয়। আমরা সবাই চিৎকার করে উঠি কিন্তু রোনালদো খুবই মন খারাপ করে ফেলে।"

"এরপর সে তার কাজিনকে পাঠায় টেবিল টেনিস কিনতে। বাসায় দুই সপ্তাহ ধরে প্রশিক্ষণ নেয়। আর তারপর একদিন ফিরে এসে আমাদের সবার সামনে রিওকে হারিয়ে দেয়।”

এভরা আরও বলেন “এই হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো, এজন্যই আমি অবাক হচ্ছি না যে, সে কেন আরেকটি গোল্ডেন বল জিততে চাচ্ছে, কেন সে বিশ্বকাপ জেতার জন্য এত মরিয়া। কারণ সে আসলে একজন জেদি মানুষ।”

এভরা জানান, তাঁর এই সাবেক সহকর্মী নিজেকে আরও ভালভাবে গড়ে তোলার জন্য সবসময়েই প্রস্তুত থাকে। 


   

About

Popular Links

x