মঙ্গলবার (১৯জুন) সকালে, ঢাকা পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ স্টিভ রোডস। ইতোমধ্যেই, জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের জন্য বুধবার থেকেই রোডসের অধীনে অনুশীলন শুরু করবেন বাংলাদেশ ক্রিকেট দলের ২০ সদস্য। শুক্রবার পর্যন্ত নতুন কোচের অধীনে অনুশীলন করবেন টাইগাররা। এরপর ঢাকা থেকে ক্যারিবিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন তারা।
গত বছরের নভেম্বরে শ্রীলংকার চন্ডিকা হাথুরেসিংহের পদত্যাগের পর থেকেই শূণ্য ছিল জাতীয় ক্রিকেট দলের কোচের পদটি। এর ৮ মাস পর বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে সাবেক ইংরেজ ক্রিকেটার স্টিভ রোডস-কে নিয়োগ দিল বিসিবি।
ইয়র্কশায়ারে জন্ম নেয়া স্টিভ রোডস ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট ম্যাচ এবং ৯টি ওডিআই খেলেছেন। এ ছাড়াও, রোডস প্রথম সারির ৪৪০টি ম্যাচ এবং ৪৭৭টি এ-লিস্ট ম্যাচে অংশ নিয়েছেন।