আন্তোনি গ্রিজম্যানের অ্যাটলেটিকো মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে করা প্রামাণ্যচিত্রে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে’র সম্পৃক্ততা অস্বস্তি তৈরি করেছে বার্সেলোনার ‘ন্যূ ক্যাম্প’-এ।
টেলিভিশন প্রামাণচিত্র ‘লা ডিসিশন’-এ বৃহস্পতিবার গ্রিজম্যানকে হাজির করা হয়। এই প্রামাণচিত্রটি প্রযোজনা করে পিকে’র মালিকানার কোম্পানি।
বার্সার সহ-সভাপতি জর্ডি মাস্ত্রে বলেছেন, পিকে এবং স্যামুয়েল উমতিতির সঙ্গে তারা কথা বলবেন।
পিকে তাঁর টুইটার বার্তায় বলেন, প্রামাণচিত্রটি দেখার সময় তিনি পপকর্ন খাবেন। উমতিতিও এই প্রামাণচিত্রের ব্যাপারে টুইট করেন।
মাস্ত্রে বলেন, “বার্সেলোনার সভাপতি এই বিষয়ে পিকের সঙ্গে কথা বলবেন যে পিকের এই সম্পৃক্ততা বার্সা সমর্থকদের মধ্যে বিস্ময় ও অস্বস্তির জন্ম দিয়েছে”।
এদিকে পিকে এক প্রতিক্রিয়ায় বলেছেন, তাঁকে নিয়ে এই সমালোচনায় তিনি অবাক হয়েছেন।
তিনি বলেন, “আমি গ্রিজম্যানের সাথে কথা বলেছি। সে আমাকে বলেছিল যে তাঁর বার্সায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি তখন বললাম আমরা এটা নিয়ে একটা সিনেমা বানাবো, যা দর্শকের জন্য খুবই দারুণ একটি ব্যাপার হবে যে কীভাবে সিদ্ধান্তটি নেয়া হল সেটা একদম ভিতর থেকে দেখা যাবে।”
উল্লেখ্য, ২৭ বছর বয়স্ক ফরাসি স্ট্রাইকার গ্রিজম্যান অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তাঁর চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বর্ধিত করেছেন।