নিজেদের উদ্বোধনী ম্যাচে সারানস্কতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল জাপান। খেলা শুরুর মাত্র ৩ মিনিটের মাথাতেই কলম্বিয়া দলের খেলোয়াড় সংখ্যা কমে এসে দাঁড়ায় ১০ জনে এবং ৬ মিনিটের মাথায় জাপান ১ গোলে এগিয়ে নিয়ে যায় দলকে।
জাপানের ইউইয়া ওসকার শট আটকে দিয়েছিলেন কলম্বিয়ান গোলরক্ষক দাভিদ ওসপিনা। কিন্তু শেষ রক্ষা হয়নি। শিনজি কাগওয়ার শট ঠেকানোর জন্য জায়গামতো ছিলেন না কলম্বিয়ানি গোলরক্ষক। গোল ঠেকাতে কাগওয়ার শটটি হাত দিয়ে আটকে দেন কার্লোস সানচেস। ফলাফল হিসেবে এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ডের শিকার হন সানচেস এবং পেনাল্টি পায় জাপান।
সফল পেনাল্টিতে জাপানকে ১ গোলে এগিয়ে নিয়ে যান কাগওয়া। খেলার ১২ মিনিটের মাথায় বল পান কলম্বিয়ার র্যাদামেল ফ্যালকাও। কিন্তু, তার সরাসরি শট রুখে দেন জাপানের গোলরক্ষক এইজি কাওয়াশিমা। ২৫ মিনিটে আবারও আঘাত হানার চেষ্টা করেছিল কলম্বিয়া। হুয়ান কুয়াদরাকোর সে প্রচেষ্টায় বাধ সাধেন জাপানের ডিফেন্ডার ইউতু নাগাতোমো।
খেলার ৩৪ মিনিটের মাথায় ফ্যালকাওয়ের দ্বিতীয় শট আটকে দেন এশিয়ান দলের গোলরক্ষক কাওয়াশিমা। হুয়ান ফের্নান্দো কুইনতেরো ৩৯ মিনিটে ফ্রি কিকের সাহায্যে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় গোলমুখে শট নেন জাপানের ইয়োশিদা। কিন্তু, সময়মতো তা আটকে দেন কলম্বিয়ান ডিফেন্ডার। পরে, খেলার ৭৩ মিনিটের মাথায় গোল করে জাপানকে ২-১ এ নিয়ে যান ওসাকো। কলম্বিয়ানরা ৭৮ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেলেও, তা ব্যর্থ করে দেন ওসাকা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি কলম্বিয়া।