দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে বেশ প্রস্তুতি নিয়েই ভারতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে দলের হয়ে টানা তিন ম্যাচে একাদশে জায়গা পাননি বাংলাদেশি পেসার।
তবে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের চতুর্থ ম্যাচে এসে অপেক্ষার প্রহর ফুরালো। মঙ্গলবার (১১ এপ্রিল) পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের একাদশে রয়েছেন বাঁহাতি পেসার।
আইপিএলের ১৬তম মৌসুমে দিল্লি ক্যাপিটালসের শুরুটা ভালো হয়নি। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে দলটি। দিল্লির পেস আক্রমণে বিদেশিদের মধ্যে রয়েছেন আনরিখ নর্কিয়ে, খলিল আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নর্কিয়ের পেস সঙ্গী হিসেবেই মাঠে নামবেন কাটার মাস্টার।
২ কোটি ভারতীয় রুপিতে এবারের নিলামে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন মোস্তাফিজ। আইপিএলে এ নিয়ে ষষ্ঠ আসরে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বল হাতে। হন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। সব মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে বাঁহাতি পেসার ৪৬ উইকেট নেন। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট।