ক্রিশ্চিয়ানো রোনালদো আর এভ্রা যখন ম্যানচেস্টার ইউনাইটেডে সতীর্থ ছিলেন তখন একবার ট্রেনিং শেষে রোনালদো তাকে দুপুরের খাবার নিমন্ত্রণ জানান। আর এ প্রসঙ্গেই আইটিভি’কে দেয়া সাক্ষাতকারে এভ্রা জোড় অনুনয় করে বললেন, “আমার পরামর্শ থাকবে, যদি কাওকে রোনালদো তার বাড়িতে নিমন্ত্রণ জানান; তবে তাকে না বলে দিন(!) কেউ রোনালদোর বাড়ি যাবেন না”
আপাতঃ দৃষ্টিতে ধাক্কা লাগলেও পরে এভ্রার ব্যাখ্যায় কথাটির মর্মার্থ বুঝা যায়। “ট্রেনিং শেষে খুব ক্লান্ত ছিলাম। খাবার টেবিলে সালাদের আর মশলাহীন মুরগীর মাংস ছাড়া কিছুই ছিলো না। শুধু পানি ছিলো, কোনো জুস নয়! আমি ভাবছিলাম হয়তো এরপর ভারী কিছু আসবে, কিন্তু রোনালদো খাওয়া শেষ করে বল নিয়ে স্কিল প্র্যাক্টিস করতে লাগলো।“
শুধু তাই নয়, এরপর রোনালদো তাকে একরকম জোড় করেই খাবার রেখে উঠে আসতে বাধ্য করে। তার সাথে টু-টাচ প্র্যাক্টিস করবার পর নিয়ে যান পুলে সাতার কাটতে! এবার আর চুপ থাকতে না পেরে এভ্রা বলেন, “আমরা কি কারণে এখানে এসেছি? লাঞ্চের জন্য? নাকি আমাদের আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে?”
একবার নাকি টেবিল টেনিসে পেশাদার খেলোয়াড় রিও ফার্দিনান্দো তাকে হারিয়ে দেয়ায় সবাই জয়োল্লাস করায় রোনালদো নাকি মন খারাপ করেছিলেন। পরে সেইদিনই টেবিল টেনিসের সেট কিনে, ২ সপ্তাহ প্র্যাক্টিস করে, সবার সামনে তাকে হারায়। জয়ের ব্যাপারে এতোটাই ক্ষেপাটে এই পর্তুগীজ, জানিয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
ক্রিশ্চিয়ানো কখনোই ট্রেনিংয়ের বাইরে থাকতে পারেন না; আর একারণেই আবারও ব্যালানডি’অর বা বিশ্বকাপ জয়ের ব্যাকুলতা দেখে অবাক হননি প্যাট্রিক এভ্রা।