Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

কিশোরীকে ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ হওয়া সেই ক্রিকেটারের বিশ্বরেকর্ড

এসিসি মেনস প্রিমিয়ার কাপে ওমানের বিপক্ষে ম্যাচে আদিল শফিককে সাজঘরে ফিরিয়ে নেপালি লেগস্পিনার এ মাইলফলক গড়েন

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৩:০৪ পিএম

সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত বছর পুলিশের হাতে আটক হয়েছিলেন সন্দীপ লামিচানে। শুধু তাই না, ২২ বছর বয়সী এ ক্রিকেটারকে নিষিদ্ধও করেছিল নেপাল ক্রিকেট। যদিও সন্দীপ লামিচানে পরবর্তীতে যেমন মামলায় জামিনে মুক্তি পেয়েছেন, তেমনি তার ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।

মাঠের বাইরের সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়টা অবশ্য সন্দীপ লামিচানের ক্রিকেটীয় নৈপুণ্যকে কাবু করতে পারেনি। শুক্রবার (২১ এপ্রিল) এসিসি মেনস প্রিমিয়ার কাপে ওমানের বিপক্ষে ম্যাচে আদিল শফিককে সাজঘরে ফিরিয়ে শততম উইকেটের দেখা পান এ লেগ স্পিনার। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে নতুন এক রেকর্ডও গড়েন তিনি।


আরও পড়ুন- দেশে ফিরেই ধর্ষণ মামলায় গ্রেপ্তার নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানে


৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটশিকারির বিশ্বরেকর্ড এখন সন্দীপ লামিচানের দখলে। মাত্র ৪২ ম্যাচ খেলেই ওয়ানডেতে নিজের উইকেটসংখ্যা তিন অঙ্কের ঘরে নিয়ে গেছেন এ নেপালি ক্রিকেটার। ২০১৮ সালে ৪৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে রেকর্ডটির আগের মালিক ছিলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান।

বিশ্বরেকর্ডের পর সন্দীপ লামিচানেকে অভিনন্দন জানাতে ভোলেনি নেপাল ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লামিচানেকেঅভিনন্দন জানিয়ে তারা বলে, অভিনন্দন। নেপালের সন্দীপ লামিচানে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। ৪২ ম্যাচ খেলে দ্রুততম ১০০ ওয়ানডে উইকেটের মাইলফলকে, আগের রেকর্ডধারী আফগানিস্তানের রশিদ খানের চেয়ে ২টি ম্যাচ কম খেলে।

About

Popular Links