Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংলিশ নারী দলের অধিনায়ক

গত বছর ঘরের মাটিতে উইলিয়ামসনের নেতৃত্বে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ডের মেয়েরা

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৫:৫৩ পিএম

ক্লাব ফুটবলে আর্সেনালের হয়ে খেলার সময়ে লিগামেন্টের চোটে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক লিয়াহ উইলিয়ামসন। চোট এতটাই গুরুতর যে এ বছরের শেষদিকে ফিফা নারী বিশ্বকাপে খেলা হচ্ছে না।

বুধবার (১৯ এপ্রিল) উইমেনস সুপার লিগে (ডব্লিউএসএল) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই চোট পেয়ে মাঠ ছাড়েন। সেই ম্যাচে আর্সেনাল ০-১ গোলে পরাজিত হয়।

শুক্রবার (২১ এপ্রিল) লন্ডনের ক্লাবটি জানায়, উইলিয়ামসনের ক্রুসিয়েট লিগামেন্ট ফেটে গেছে। অচিরেই তার সেরে ওঠার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং যথাসময়ে তার অস্ত্রোপচার হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিয়াহ উইলিয়ামসন বলেন, দুর্ভাগ্যবশত আমার জন্য বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ হয়ে গেছে। সবার ধারণা, এটিই মূল বিষয়। কিন্তু আমি প্রতিদিন যা করতে যাচ্ছি সেটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

গত বছর ঘরের মাটিতে লিয়াহ উইলিয়ামসনের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড নারী দল।

   

About

Popular Links

x