Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

শিগগিরই যে অপ্রীতিকর অভিজ্ঞতা হতে পারে রোনালদোর

দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে কখনও পর্তুগিজ তারকাকে এ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৯:২৬ পিএম

দীর্ঘ দুই দশকের পেশাদার ক্যারিয়ারে ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্যের ঝুলি কম ভারি না। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের জার্সিতে অজস্র শিরোপা জিতেছেন এ পর্তুগিজ ফরোয়ার্ড। যদিও মাঝে মধ্যে ক্লাবের হয়ে শিরোপাবিহীন মৌসুমও কাটিয়েছেন সিআর সেভেন।

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে আল-নাসরে যোগদানের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমিয়েও হয়ত এবার একই অভিজ্ঞতা হতে যাচ্ছে রোনালদোর। জানুয়ারিতে আল ইতিহাদের কাছে হেরে সুপার কাপ প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল আল-নাসর। আল ওয়েহদার কাছে হেরে সোমবার (২৪ এপ্রিল) সৌদি কিংস কাপ থেকেও ছিটকে গেছে তারা।

চলমান মৌসুমে আল-নাসরের সামনে শুধু সৌদি প্রো লিগ জেতার সুযোগ রয়েছে। কিন্তু সেখানেও শিরোপা দৌড়ে পিছিয়ে আছে রোনালদোর দল। ২৪ ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-নাসর। এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।

আল-নাসর যদি সৌদি প্রো লিগের শিরোপা জিততে ব্যর্থ হয়, তাহলে ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্লাব ফুটবলে দলের হয়ে টানা দুই মৌসুমে শিরোপাহীন কাটাতে হতে পারে রোনালদোকে। এর আগে ২১ বছরের ক্যারিয়ারে কখনও পর্তুগিজ তারকাকে এ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি।

ক্যারিয়ারে ক্লাব ফুটবলে এখন পর্যন্ত পাঁচবার শিরোপাহীন মৌসুম কাটিয়েছেন রোনালদো। ২০০৪-০৫ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, ২০০৯-১০, ২০১২-১৩ এবং ২০১৪-১৫ মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ও ২০২১-২২ মৌসুমে আবারও রেড ডেভিল অর্থাৎ ম্যান ইউনাইটেডের হয়ে।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে লোভনীয় অঙ্কের বেতনে আল নাসরে যোগ দেন রোনালদো। সৌদি আরবের ক্লাবটির হয়ে ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ৩৮ বছর বয়সী এ পর্তুগিজ ফরোয়ার্ড, যার সবগুলোই এসেছে সৌদি প্রো লিগে।

About

Popular Links