Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

টেস্টে জয়াসুরিয়ার অন্যরকম দ্রুততম অর্ধশতক

গল টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে মাত্র সাত টেস্টেই উইকেট শিকারের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন এ লঙ্কান স্পিনার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৬ পিএম

গত বছরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে প্রভাত জয়াসুরিয়ার অভিষেক হয়েছিল। এরপর এ শ্রীলঙ্কান একে একে অনেক ব্যাটারকেই বাঁ হাতের ঘূর্ণির ফাঁদে ফেলে কাবু করেছেন। সেই ধারাবাহিকতায় সাদা পোশাকে মাত্র সপ্তমবারের মতো খেলতে নেমেই উইকেট শিকারের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন শ্রীলঙ্কার ৩১ বছর বয়সী এ স্পিনার।

আয়ারল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পরই সাদা পোশাকে ৪৮ উইকেট নেওয়া জয়াসুরিয়াকে দারুণ এক রেকর্ড হাতছানি দিচ্ছিল। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চতুর্থ দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের পিটার মুরকে আউট করে সেই রেকর্ডের দিকে তিনি এক ধাপ এগিয়ে যান। শুক্রবার শেষ দিনের প্রথম সেশনে পল স্টার্লিংকে ফিরিয়ে রেকর্ডটি বগলদাবাই করেন জয়াসুরিয়া।

গল টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে মাত্র ৭ টেস্টেই উইকেট শিকারের হাফ সেঞ্চুরি পূরণ করেন প্রভাত জয়াসুরিয়া। এর মাধ্যমে ৭১ বছর পর টেস্টে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়া স্পিনার হয়ে যান এ শ্রীলঙ্কান। শ্রীলঙ্কান হিসেবে টেস্টে দ্রুততম ৫০ টেস্ট উইকেট শিকারের রেকর্ডও নিজের নামে করে নিলেন জয়াসুরিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছরে টেস্ট অভিষেকেই ১৭৭ রান খরচায় ১২ উইকেট নিয়ে প্রভাত জয়াসুরিয়া অভিষেকে চতুর্থ সেরা ম্যাচ ফিগারের কীর্তি গড়েন। পরবর্তীতে প্রথম তিন টেস্ট ইনিংসে পাঁচ বার তার বেশি উইকেট নেওয়া ষষ্ঠ বোলারও এ শ্রীলঙ্কান। এছাড়া, এক ইনিংসে এখন পর্যন্ত ছয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।

জয়াসুরিয়ার আগে স্পিনারদের মধ্যে টেস্টে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের স্পিন জাদুকর আলফ ভ্যালেন্টিনের দখলে। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন এ ক্যারিবিয়ান। আর থ্রি লায়ন্সদের বিপক্ষে অসামান্য কীর্তি গড়ে পেয়েছিলেন অমরত্ব। এমনকি জায়গা করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের “ভিক্টরি ক্যালিপসো” গানেও।

১৯৫০ সালে সেই ইংল্যান্ড সফরে  ট্যুর ম্যাচসহ সব মিলিয়ে ২১ ম্যাচে ১১৮৫.২ ওভার বল করে ১২৩ উইকেট নেন ভ্যালেন্টিন। সে সফরে চার টেস্টে ৩৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতাতে মূখ্য ভূমিকা রাখেন এ বাঁহাতি অর্থোডক্স স্পিনার। পরবর্তীতে মাত্র অষ্টম টেস্টই উইকেট শিকারের হাফ সেঞ্চুরি করেন ভ্যালেন্টিন।

প্রভাত জয়াসুরিয়া অবশ্য অল্পের জন্য টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়তে পারেননি। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার কীর্তি অস্ট্রেলিয়ার চার্লি টার্নারের। ১৮৮৮ সালে মাত্র ৬ টেস্ট খেলে ৫০ উইকেট শিকারের মাইলফলক গড়েন এ অস্ট্রেলিয়ান পেসার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে টেস্টে সবার আগে ১০০ উইকেট নেওয়ার কীর্তি তার দখলে।

টেস্টে দ্রুততম ৫০ উইকেট শিকারের দিক থেকে প্রভাত জয়াসুরিয়ার সঙ্গে আছেন ইংল্যান্ডের সাবেক পেসার টম রিচার্ডসন ও দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডার। ২০১২ সালে ফিল্যান্ডার ও ১৮৯৬ সালে রিচার্ডসন সাত টেস্ট খেলে উইকেটের হাফ সেঞ্চুরি করেন।

তবে টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড হাতছাড়া হলেও দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ডটিকে পাখির চোখ করতে পারেন প্রভাত জয়াসুরিয়া। বর্তমানে রেকর্ডটির মালিক ইংল্যান্ডের জর্জ লোহম্যান। ১৮৯৬ সালে ক্যারিয়ারের ১৬তম টেস্টে শততম উইকেট নিয়েছিলেন এ ইংলিশ পেসার।

   
Banner

About

Popular Links

x