Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

বেইজিং বিমানবন্দরে বিপাকে মেসি

ভিসা জটিলতায় মেসিকে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরে থাকতে বাধ্য করা হয়

আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:৫৮ পিএম

চীনে গিয়ে বিপাকেই পড়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পাসপোর্ট জটিলতায় বেইজিং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দিয়েছেন। জেট বিমানে দেশটিতে ভ্রমণের সময় স্প্যানিশ পাসপোর্ট ছিল মেসির সঙ্গে।

সোমবার (১২ জুন) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস। বেইজিংয়ে মেসির সঙ্গে ছিলেন তার সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া এবং কয়েকজন বন্ধু। আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নিতে চীনে এসেছেন তারা।

বেইজিং বিমানবন্দরে কাগজপত্র নিয়ে জটিলতা দেখা দিলে নিরাপত্তাকর্মীরা মেসিকে আটকে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মেসিকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, আর্জেন্টিনা দলের সদস্য হয়েও মেসির আর্জেন্টাইন পাসপোর্ট বহন থেকে সমস্যার সূত্রপাত।

তবে স্প্যানিশ কাগজপত্র দিয়ে মেসিকে তাইওয়ান ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। 

জটিলতায় পড়ে মেসিকে বলতে শোনা গেছে, “তাইওয়ান কি তবে চীন না?”

খবর ছড়িয়েছে, ভিসা জটিলতায় মেসিকে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরে থাকতে বাধ্য করা হয়।

মেসি ও ডি মারিয়াকে দেখে স্বাভাবিকভাবেই বিমানবন্দরে ভিড় জমে। এ সময় ভক্তদের সঙ্গে তাদের তোলা হাস্যোজ্জ্বল ছবি দেখে ধারণা করা যায়, নিরাপত্তাকর্মীদের কড়াকড়িতে মেসি খুব একটা বিরক্ত হননি।

About

Popular Links