Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

পাঁচ দিনের টেস্টে প্রতিদিনই ব্যাট হাতে নেমেছেন উসমান খাজা

ক্রিকেট ইতিহাসে ত্রয়োদশ এবং দ্বিতীয় অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে এ কীর্তি গড়লেন ৩৬ বছর বয়সী বাঁহাতি ওপেনার

আপডেট : ২১ জুন ২০২৩, ০৩:১৪ পিএম

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার শুরুটা দারুণ হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এজবাস্টনে অনুষ্ঠেয় প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়েছে সফরকারীরা। শেষদিকে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ানদের জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক প্যাট কামিন্স। তবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের মূল কৃতিত্ব ওপেনার উসমান খাজার। প্রথম ইনিংসে ৩২১ বলে ১৪১ রানের দারুণ এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ম্যাচে রেখেছিলেন খাজা। দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করে জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন এ ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জয় এনে দেওয়ার পথে দারুণ এক কীর্তি গড়েছেন খাজা। পাঁচ দিনের এজবাস্টন টেস্টের প্রতিদিনই ব্যাট হাতে নেমেছেন ৩৬ বছর বয়সী এ ব্যাটার। ক্রিকেট ইতিহাসের ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে টেস্টের সবগুলো দিনে ব্যাটিংয়ের রেকর্ড গড়েছেন এ বাঁহাতি ওপেনার।

এজবাস্টন টেস্টের প্রথম দিনই ৩৯৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দিনের একেবারে শেষদিকে কয়েক ওভার ব্যাটিংয়ের সুযোগ পান খাজা। দ্বিতীয় দিনের পুরোটাই ব্যাটিং করে অস্ট্রেলিয়া, খাজাও তুলে নেন শতক। বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনের বড় অংশ ভেসে গেলেও ব্যাট হাতে খাজা নিজের ইনিংসটিকে ১৪১ রান পর্যন্ত টেনে নেন। চতুর্থ দিনেও শেষ দিকে ব্যাটিংয়ে নামেন খাজা। পঞ্চম দিনে আউট হওয়ার আগে তুলে নেন অর্ধশতক।

টেস্টের পাঁচদিনেই ব্যাট করার তালিকায় উসমান খাজা দ্বিতীয় অস্ট্রেলিয়ান। তার আগে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এ কীর্তি গড়েছিলেন কিম হিউজ। ১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাঁচ দিনই ব্যাটিং করেছিলেন অস্ট্রেলিয়ান এ ব্যাটার। তিনি ছিলেন টেস্টের সবগুলো দিনে ব্যাট করা তৃতীয় ক্রিকেটার।   

টেস্ট ক্রিকেটে পাঁচ দিনেই ব্যাট হাতে নামার প্রথম নজির ঘটে ১৯৬০ সালে। সেবার কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ দিন ব্যাটিং করেন ভারতের এম এল জয়সীমা। পরবর্তীতে এ তালিকায় নাম উঠে ভারতের আরও দুই ক্রিকেটারের। তারা হলেন- রবি শাস্ত্রী, অন্যজন চেতেশ্বর পূজারা। জয়সীমার দেখানো পথে হেঁটে শাস্ত্রী ১৯৮৪ সালে আর পূজারা ২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেনে টেস্টের সবগুলো দিনে ব্যাট করেন।

টেস্টের পাঁচদিনেই ব্যাট করার তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন ইংল্যান্ডের ব্যাটাররা। এ তালিকায় ইংলিশ ব্যাটার আছেন চারজন। তারা হলেন- জিওফ বয়কট (১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে), অ্যালান ল্যাম্ব (১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে), অ্যান্ড্রু ফ্লিনটফ (২০০৬ সালে ভারতের বিপক্ষে) আর ররি বার্নস (২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে)।

উসমান খাজার আগে ২০২৩ সালে আরও দুজন ব্যাটার টেস্টের পাঁচদিনেই ব্যাট করার নজির গড়েছেন। তারা দুজনই ওয়েস্ট ইন্ডিজের- ক্রেগ ব্রাফেট আর তেজনারায়ণ চন্দরপল। জিম্বাবুয়ের বিপক্ষে তারা এ কীর্তি গড়েন। পাশাপাশি আরেক ক্যারিবীয়র আছে এমন কীর্তি- আড্রিয়ান গ্রিফিথ, ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে একমাত্র দক্ষিণ আফ্রিকান হিসেবে এ কীর্তি গড়েন আলভিরো পিটারসেন।

About

Popular Links