Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেসিদের বিপক্ষে ম্যাচকেই ‘সহজতম’ বললেন ক্রোয়েশিয়ান কোচ!

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ তে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচকেই সবচেয়ে সহজ বললেন ক্রোয়েশিয়া কোচ ডেলিক! 

আপডেট : ২১ জুন ২০১৮, ০১:৫৬ পিএম

আপনার চোখকে বিশ্বাস করতে পারছেন না, তাইতো? 

ব্যাখ্যা দিতে গিয়ে ডেলিক জানালেন, “আমি এটা বলিনি যে আর্জেন্টিনা সবচেয়ে সহজ প্রতিপক্ষ। আমি বলতে চেয়েছি তাদের বিপক্ষে ম্যাচটি গ্রুপ পর্বে আমাদের কাছে ‘সবচেয়ে সহজ’। আমাদের হারানোর কিছু নেই। আমরা সেরা দলগুলোর একটি বিপক্ষে খেলছি।“

ডেলিক এর মতে, কেউই এমন ভাবে না যে ক্রোয়েশিয়া লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। তাই ক্রোয়েশিয়ার উপর কোনো চাপ নেই। তাছাড়া নাইজেরিয়াকে ২-০ তে হারিয়ে দারুণ ছন্দে  ক্রোয়েশিয়ান কোচ যোগ করেন, “তাছাড়া আমারা ৩ পয়েন্ট সংগ্রহ করেছি।“

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে অনাকাঙ্খিত ‘ড্র’ করবার পর টুর্নামেন্টে জয়ের জন্য মুখিয়ে আছে আর্জেন্টিনা।

‘ডি’ গ্রুপে সন্দেহাতীতভাবেই নিজেদের আন্ডারডগ মনে করেন ক্রোয়াট কোচ ডেলিক ও দলের খেলোয়াড় ইভান রাকিটিচ। আর নিজের বার্সা সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ এই মিডফিল্ডার। 

তবে দলের সদস্যদেরকেও সচেতন থাকতে হবে বলে জানিয়ে তিনি বলেন, “মেসি নিঃসন্দেহে সর্বকালের সেরা। ম্যাচে তার নিজস্ব সময় আসবেই। আমাদের কাজ হবে সেই সময়টায় তাকে সুযোগ না দেয়া। নিজেদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচটাকে উপভোগ করা।“ আর্জেন্টিনার মতো বড় দলের সাথে ম্যাচ থেকে অনেক কিছু শেখা যায় বলেও জানিয়েছেন তিনি। 

আর্জেন্টিনার মতো শক্তিশালী দল না হলেও ১৯৯৮ সালে সেমিফাইনালে উঠে ৩য় অবস্থানে শেষ করা ক্রোয়াটদের দলে আছে রাকিটিচ আর লুকা মডরিচের মতো দাপুটে মিডফিল্ডার। 

এই ম্যাচে জয় না পেলেও পরের ম্যাচে শেষ ১৬ নিশ্চিত করার সুযোগ পাবে ক্রোয়েশিয়া। তবে টুর্নামেন্টে স্বস্তি নিয়ে থাকতে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। 


   

About

Popular Links

x