Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

সংখ্যাতত্ত্বে ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর অনবদ্য ক্যারিয়ার গেলো বুধবার পেয়েছে নতুন উচ্চতা। মরোক্কর বিপরীতে নিজের ৮৫তম আন্তর্জাতিক গোল করে ইউরোপের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক এখন ‘সিআর সেভেন’।

আপডেট : ২১ জুন ২০১৮, ০৩:০৫ পিএম

একনজরে দেখে নিন ক্লাব ও জাতীয় দলের জার্সিতে রোনালদোর গড়া রেকর্ডগুলো; 

ক্লাব/ব্যক্তিগত রেকর্ড

উয়েফা ক্লাব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল: ১২৩টি

উয়েফা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল: ১২০টি

উয়েফা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ গোল: ১৭টি (২০১৩/১৪)

উয়েফা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা: ৫বার

উয়েফা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ৩টি ফাইনালে গোল করা একমাত্র ফুটবলার।

উয়েফা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ৬টি ম্যাচেই গোল করা একমাত্র ফুটবলার।

উয়েফা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার। 

উয়েফা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে এক দলের (জুভেন্টাস) বিপক্ষে সর্বোচ্চ ১০ গোল করা একমাত্র খেলোয়াড়। 

রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোল: ৪৫০টি

সর্বোচ্চ সংখ্যক ব্যালানডি’অর: ৫বার (লিওনেল মেসির সাথে যৌথভাবে)

সর্বোচ্চ সংখ্যক ফিফা বর্ষসেরা: ৫বার (লিওনেল মেসির সাথে যৌথভাবে)


জাতীয় দল

সর্বাধিক বার ইউরোপিয় চ্যাম্পিয়নশীপে আসা: ২১বার

ইউরোপিয় চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ গোলদাতা: ৯টি (মিশেল প্লাতিনির সাথে যৌথভাবে)

সর্বাধিক ইউরোপিয় চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে গোল করা: ৪টি আসরে

বিভিন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে ৩টি করে গোলদাতা একমাত্র ফুটবলার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ গোল (বাছাইপর্ব সহ): ২৯টি

সর্বাধিক ম্যাচে পর্তুগালের অধিনায়কত্ব: ১৫২ম্যাচ

পর্তুগাল ও ইউরোপের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা: ৮৫টি

বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতা আলী দায়েই ১০৯ গোল থেকে আর মাত্র ২৫ গোল পিছিয়ে আছেন এই পর্তুগীজ ফরোয়ার্ড। ক্যারিয়ারের পরিসংখ্যান আর ফিটনেস বিবেচনায় সে মাইলফলক স্পর্শ করাটা কেবল সময়ের ব্যাপার। 

তথ্যসূত্র উয়েফা

   

About

Popular Links

x