Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

রামোসের চোখে ম্যারাডোনার চেয়ে এগিয়ে মেসি

স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোসের মতে, লিওনেল মেসির চেয়ে আলোকবর্ষ পিছিয়ে ম্যারাডোনা।

আপডেট : ২১ জুন ২০১৮, ০৬:৪৮ পিএম

ফুটবলের ঈশ্বর বলা হয় ম্যারাডোনাকে। এক কালের সেরা তারকা প্লেয়ার ছিলেন তিনি। বর্তমানে তার জায়গায় ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য প্রায় সকল শিরোপার অর্জন তার ঝুলিতে। তবে, এখনও একটা অর্জন তার দখলে নেই। ফুটবলের বড় আসর বিশ্বকাপ। বিশ্বকাপের স্বপ্ন এখনও তাড়া করে বেড়ায়  লিওনেল মেসিকে। 

কিন্তু,একদিক বিবেচনায় বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার ইতিহাসে অমর হয়ে আছেন ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপে সাফল্য না পাওয়ায় মেসির খ্যাতি ম্যারাডোনার চেয়ে তুলনামূলক কম। তবে ক্লাব ফুটবলে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী সার্জিও রামোসের মতে আর্জেন্টিনার মেসিই হচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড়।

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের ঘটনায় আলোচনা-সমালোচনায় সিক্ত মেসি। সেই সব তর্ক বিতর্কের তকমা ঝেড়ে ফেলে মেসির পক্ষ নিয়ে কথা বললেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস। বুধবার (২০ জুন) ইরানের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়ার পর আর্জেন্টিনা ড্রয়ের প্রসঙ্গ উত্থাপন হলে মেসির পক্ষ নিয়ে কথা বলেন রামোস। 

‘আমি ম্যারাডোনাকে অনেক সম্মান করি। আমি মনে করি সে একজন কিংবদন্তী এবং আর্জেন্টিনার অনেক বড় সুপারস্টার। কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনার সবাই জানে লিওনেল মেসির চেয়ে আলোকবর্ষ পিছিয়ে ম্যারাডোনা। আমার কাছে আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় মেসিই’, এমনটাই জানান স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস। 

রামোসের মত আরও অনেক কিংবদন্তী খেলোয়াড়ও বিশ্বাস করেন, বিশ্বকাপ না জিতলেও মেসির শ্রেষ্ঠত্বে কোন দাগ পড়বে না। 

বিগত দিনের গ্লানি ভুলে বিশ্বকাপ জয়ের মিশনে আজ (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১২ টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির দল। 

   

About

Popular Links

x