পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। তাকে দলে ভেড়াতে প্রায় ৪৭৮ কোটি টাকা খরচ হচ্ছে বার্সাকে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্পেনের সংবাদ মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
কাতালান দৈনিক মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, এই চুক্তির অধীনে প্রায় ৯৭ কোটি টাকার সমপরিমাণ অর্থ সেভিয়াকে দেবে বার্সেলোনা।
এর আগে কুন্দে-২০২৭ শিরোনামে এই ডিফেন্ডারের একটি ছবি প্রকাশ করে স্প্যানিস পত্রিকা জানায়, বৃহস্পতিবারই এই চুক্তি সম্পন্ন হয়ে যাবে।
যদিও এর আগে গুঞ্জন উঠেছিল চেলসি ও সেভিয়ার মধ্যে তাকে বিনিময়ে চুক্তি হতে পারে।
কোচ জাভি হার্নান্দেজ বার্সেলোনায় এসে অনেক চ্যালেঞ্জের মুখেই পড়েছেন। যার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ বার্সেলোনার রক্ষণকে আরও পোক্ত করা। সেটা করতে জাভির প্রথম পছন্দ ছিলেন জুলস কুন্দে।
তার নেতৃত্বগুণ, বলের দখল, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণেই মূলত কোচ জাভি তাকে আনতে চেয়েছিলেন বার্সায়। অনেক অনিশ্চয়তা শেষে অবশেষে তাকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে বার্সা।