Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বার্সা সতীর্থ ‘মেসি’ আতঙ্কে রাকিটিচ

বার্সেলোনাতে লিওনেল মেসির সঙ্গে গত ৪ সিজন ধরে খেলছেন রাকিটিচ। আর তাই, আর্জেন্টাইন ক্যাপ্টেনের আক্রমণাত্মক খেলা ও ট্যালেন্ট সম্পর্কে ভালোই ধারণা রয়েছে ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের। 

আপডেট : ২২ জুন ২০১৮, ০৩:০২ এএম

ক্রোয়েশিয়ার বিপক্ষে আক্রমণাত্নক মনোভাব নিয়েই মাঠে নামবে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি, এমনটাই আশঙ্কা করছেন মেসির বার্সা সতীর্থ ইভান রাকিটিচ। এ সম্পর্কে ক্রোয়েট সতীর্থদেরও সতর্ক করেছেন তিনি।

আর্জেন্টিনা প্রসঙ্গে ক্রোয়েট মিডফিল্ডার রাকিটিচ বলেছেন, “ইতোমধ্যেই পয়েন্ট হারিয়েছে ওরা। অতিরিক্ত কোনো পয়েন্ট হারানোর মতো সুযোগ নেই ওদের হাতে। সেজন্যই, আর্জেন্টিনা খুব আক্রমণাত্নকভাবে খেলবে এমনটাই আশা করছি আমরা। আর ওদের দলে যেহেতু বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন, সেহেতু মাঠে আমাদের অবস্থা নাজেহাল হতে পারে এমন আশঙ্কাও রয়েছে।”

রাকিটিচ আরও বলেন, “আর্জেন্টিনার প্রথম ম্যাচে, গোলমুখে আটটি শট নিয়েছিল লিও। অনায়াসে দুই থেকে তিনটি গোল হতে পারত, কিন্তু তা হয়নি।”      

বার্সেলোনাতে মেসির সঙ্গে গত ৪ সিজন ধরে খেলছেন রাকিটিচ। আর তাই, আর্জেন্টাইন ক্যাপ্টেনের আক্রমণাত্মক খেলা ও ট্যালেন্ট সম্পর্কে ভালোই ধারণা রয়েছে ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের।

বুধবার (২০ জুন) প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে রাকিটিচ জানান, “আমরা জানি ওদের বিপক্ষের ম্যাচটি যথেষ্ট কঠিন হবে, এ জন্যই নিজেদের উপর ভরসা রাখতে হবে এবং নিখুঁতভাবে খেলতে হবে। আর্জেন্টিনাকে হারাতে হলে খেলার প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত সতর্ক থাকা ও নিখুঁত খেলার কোনো বিকল্প নেই।”
অন্যদিকে, লিওনেল মেসি প্রসঙ্গে রাকিটিচ-এর মন্তব্য হচ্ছে, “আমি মনে করি লিও’র চেয়ে ভালো খেলোয়াড় নেই, এবং বিশ্বকাপের জন্য ওকে শুভকামনাও জানাই। শুধু, এই ম্যাচটির জন্য নয়।”


   

About

Popular Links

x